পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OL • শিখ-ইতিহাস সম্প্রদায় (Committes ) সমষ্টি ইংরাজদিগের পক্ষেও কোনরূপ সামরিক সাজ-সজ্জা উপলব্ধি না করিতে পারিত, তাহা হইলে,—পূর্বকালে তাহারা পরাক্রান্ত মহারাজ রণজিৎ সিংহের আদেশ-অঙ্গসারে কোন বিষয়ে তত্বজিজ্ঞাস্থ না হইয়া দিল্লী অভিমুখে যাত্রা করিলেও—বর্তমান সময়ে, লাল সিং ও তেজ সিংহের ন্যায় অর্থলোলুপ ব্যক্তিগণের কপট উৎসাহ ও পরামর্শে কর্ণপাত করিত না । কিন্তু গবর্ণমেণ্টের কর্মচারীগণের মত ও উদ্দেশু সকলই হঠকারী সৈন্যদিগের বিশ্বাসের সহিত মিলিয়া গেল—সকলই সৈন্তগণ বিশ্বাস করিল। যখন বিপক্ষদল সৈন্যদিগকে বিক্রপস্বরে জিজ্ঞাসা করিল,—'খালসা” রাজ্য ক্রমশঃই সংকীর্ণ হইয়া আসিতেছে, এবং লাহোরের সমতলভূমি বহুদূরবর্তী বিদেশী ইউরোপীয়গণ কর্তৃক ক্রমশঃ অধিকৃত হইতেছে ; সুতরাং তখনকি তাহাদের নিরুদ্বেগচিত্তে সে সকলই দশকের ন্যায় ফ্যাল ফ্যাল নেত্রে চাহিয়া দেখা উচিত ? তখন তাহার একবাক্যে উত্তর করিল যে, গোবিন্দের সাধারণতন্ত্রভুক্ত সকলেই প্রাণপাত করিয়াও রাজ্য রক্ষা করিবে, এবং সমবেত খালসা সৈন্য যুদ্ধাভিযান করিয়া স্বেচ্ছাক্রমে আক্রমণকারিগণের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইবে ॥১৯ যে সময়ের কথা বলা হইতেছে অর্থাৎ নভেম্বর মাসের প্রারম্ভে, লুধিয়ানার সন্নিকটস্থ দুইটি জনপদ, পৃথকভাবে স্বতন্ত্ররূপে স্থাপিত হইল। তাহাদিগের মধ্যে ব্যবচ্ছেদ ঘটিল। যে সকল অপরাধী ব্যক্তি এই দুইটি স্থানে আশ্রয় লইয়াছিল, তাহাদিগকে প্রত্যপণ করা হয় নাই,— এইরূপ ব্যবহারের এই হেতুবাদ প্রদর্শিত হইল।২০ যখন ইংরাজ এবং শিখ উভয় পক্ষই পরম্পর সমভাবে শাস্তিভোগ করিতেছিল, তখন এইরূপ ব্যবহার বড়ই অস্বাভাবিক ও নীতিবিরুদ্ধ। এই ঘটনায় বাধ্য হইয়া গবর্ণর জেনারেল স্বয়ং কালবিলম্ব না করিয়া একটি শেষ কথা এই যে, হিন্দুস্থানে ইংরাজদিগের দেশীয় ( native—ভারতীয় ) ভৃত্যকর্মচারিগণ, অধিকাংশস্থলেই বেতনভোগী এবং অর্থ-লোলুপ। তাহার প্রায়শঃই অশিক্ষিত, অৰ্দ্ধ শিক্ষিত অথবা সদ্বংশজাত নহে। তাহারা ভাবে যে, কাহারও দুর্নাম বা অপবাদ রটাইতে পারিলেই প্রভুকে সন্তুষ্ট করা হয় ; অথবা তাহার সুরে স্বর মিশাইতে পারিলেই প্রভুভক্তির পরকাষ্ঠ প্রদর্শিত হইয়া থাকে। যাহাঁদের সহিত শত্ৰুত কিম্বা মনোমালিন্য আছে, প্রধানতঃ তাহাদের অপবাদ ঘোষণা করাই এই অশিক্ষিত সক্ষপদায়ের একমাত্র লক্ষ্য। এস্থলে তোষামোদ করার অভ্যাস বদ্ধমূল ও স্বাভাবিক। সাধারণের বিশ্বাস,—ইংরাজগণ আপনাদিগের প্রশংসা শুনিতে ভালবাসেন, এবং অপরের নিন্দাবাদে আনন্দিত হন। এই সকল বিশ্বাস এত প্রবল যে, সন্ধিৰদ্ধ রাজাঅথবা আশ্রিত রাজগণের নিকট মৌখিক অথবা লিখিত সংবাদ ( রিপোর্ট ) প্রেরণ করিতে হইলে, স্থানীয় নিম্নপদস্থ কর্মচারিগণ প্রতিযোগিগণের নিন্দাসূচক কোন কথা না বলিয়। থাকিতে পারিতেন না। এই হেতু লাহোরের সংবাদদাতা তাহার ব্যবসায়োপযোগী স্বভাববশতঃই এই ব্যভিচারিতার দৃপ্ত বর্ণনা করিয়াছেন। ইহার আর একটি কারণ এই হইতে পারে যে, হয় তো উ্যহার ছিল, ইংরাজ জাতি যাহা শুনিতে বা জানিতে অভিলাষী, তিনি তাহাই প্রদান করিতেছিলেন। ১৯। মূল গ্রন্থে যে বিবরণ প্রদত্ত হইয়াছে, অনুরূপ অনেক বিবরণই তাৎকালিক ব্যক্তি বিশেষের পত্ৰাদিতে সাধারণতঃ দেখিতে পাওয়া যায় । - - ২• । ১৮se শ্ৰীষ্টাব্দের ২১শে নভেম্বরের পর হইতেই, সম্ভবতঃ ম্যাজর ব্রডফুটের সরকারী পত্ৰাদি বন্ধ হয়। হয়তো, সেই কারণেই সরকারী চিঠি-পত্রাদিতে এ সম্বন্ধে কোন বিবরণ দেখিতে পাওয়া बाँब्र नl ॥