পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ OLL' সীমান্ত প্রদেশে উপনীত হইলেন। ইংরাজদিগের এই ব্যবহারে ‘পঞ্চায়েৎগণের চিরঘোষিত মানসিক সন্দেহ সকলই বিদূরিত হইল। শিখজাতি তখন দলে দলে সমবেত হইল এবং অনতিবিলম্বে তাহাদিগকে যে যুদ্ধ ঘোষণা করিতে হইবে, তৰিষয়ে মন্ত্রণা করিতে লাগিল । রণজিৎ সিংহের সমাধি ক্ষেত্রে সমবেত হইয়া শিখ-জাতি ‘খালসা'র প্রতি বিশ্বাসী হইতে এবং তদনুরূপ কার্য করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইল ॥২১ এইরূপে মনোমালিন্য জন্মানয়, শিখজাতি উত্তেজিত হইয়া ১৭ই নভেম্বর ইংরাজদিগের সহিত যুদ্ধ ঘোষণা করিল। ইহার কয়েক দিন পরে, লাহোর হইতে দলে দলে সৈন্য গমন করিতে লাগিল । ১১ই ডিসেম্বর তাহার হারিকি এবং কান্তরের মধ্যবর্তী কোন স্থানে শতদ্রু নদী অতিক্রম করিয়া ১৪ই ডিসেম্বর কতক সৈন্য ফিরোজপুরের কয়েক মাইল দূবে সেনানিবাস স্থাপন করিয়া অবস্থান করিতে wiffŵpw, IR $ এইরূপে শিখ জাতির উত্তেজনার সূত্রপাত হইল। ইংরাজগণ পঞ্জাবের সহিত মিত্রতা-সূত্রে আবদ্ধ হইয়া শাস্তিতে কালযাপন করিতে একান্ত অভিলাষী ছিলেন,— একথা মানিয়া লইলে, র্তাহারা পরে যে নীতি অবলম্বন করিয়াছিলেন, তাহাতে তাহাদের পূর্ব অঙ্গীকার দৃঢ়ৰূপে পালন করার কোনই প্রমাণ পাওয়া যায় না। অথবা, ঐতিহাসিক দৃষ্টাস্তবলী এবং ব্যবহারিক জীবন অবগত হইয়াও, রাজনৈতিক বিষয়ে ইংরাজদিগের ন্যায় বিচক্ষণ রাজশক্তির যেরূপ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় প্রদান করা কর্তব্য, ইংরাজদিগের সে বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ও কোন প্রমাণ দেখা যায় না। কেবলমাত্র কাল্পনিক শিখ আক্রমণের বিষয় উল্লিখিত হইয়াছিল ; কেবল হীনবল প্রতিবেশীর ধ্বংস-সাধনের উদ্যোগ হইতেছিল। কিন্তু অতীত কালের মূল ব্যবস্থবন্দোবস্তের প্রতি কাহারও দৃষ্ট সঞ্চালিত হয় নাই; তদনুসারে সারাহিদ প্রদেশে কোন সৈন্যদল অথবা ইংরাজ প্রজা কিছুই ছিল না। এই ব্যবস্থা অনুসারে অধীনস্থ মিত্ৰরাজ্যগুলি ইংরাজ-রাজ্যের এবং লাহোরের অধিকারভুক্ত লইয়াছিল । ইহাতে অৰ্দ্ধসভ্য সৈনিক-রাজ্যের এবং শিষ্ট ও শিক্ষিত গবৰ্ণমেণ্টের পরস্পর যুদ্ধাদি নিবারিত হইতে পারিত। ইংরাজ শাসনকর্তৃগণের সরলতা অবিশ্বাস-যোগ্য নহে ; কিন্তু মচুন্যজাতি বিষয়ে তাহাদের জ্ঞান ও বিচক্ষণতা এবং বিচার-শক্তি জলাঞ্জলি দিয়াই, কেবল তাহাদের সততার বিষয় স্বীকার করা যাইতে পারে। তখনও ইংরাজদিগের এই অপ্রশংসনীয় আশঙ্কা দূরীভূত হয় নাই। তাহদের এই ভয়েরকোনই কারণ ছিল না। সীমাস্তবর্তী নদীর উপর নৌ-সেতু নির্মাণার্থ পোত আহরণে শক্রতার কোনই চিহ্ন পরিলক্ষিত হয় নাই। অবিনীত জাতির উপর so I The Lahore news-letter of the 24th November, 1845, prepared for the Government. ss Compare the Governor-General to the Secret Committee, 2nd and 31st December, 1845, with Inclosures ( Parl. papers, 1846. )