পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છ8 ર শিখ-ইতিহাস ইহার প্রভাবে কি ফলোৎপাদন হইবে, তাঁহা কেহই অনুধাবন করেন নাই। তাহাঁদের আশার কারণ অপেক্ষা, ভয়ের কারণই অধিক ছিল ; কারণ শিখগণ দেখিল, এক লাহোরের পথ ব্যতীত সৈন্ত পরিচালনার আর কোন উপায় নাই। • ইংরাজগণ নির্বন্ধাভিশয়ে গোবিন্দের শিশুদিগকে ঘৃণা করিতে আরম্ভ করিলেন । ইংরাজ গবর্ণমেণ্ট গোবিদের শিষ্যগণের সজীবনী শক্তি প্রকৃত ভাবে বুৰিতে পারিলেন না ; স্বতরাং তাহা তাহাদিগের নিরবিচ্ছিন্ন বিজয়লাভের পক্ষে মহৎ অশুভজনক ও সাংঘাতিক অন্তরায় হইয়া দাড়াইল । ১৮৪২ খ্ৰীষ্টাব্দের ইংরাজগণ মনে করিলেন, শিখজাতি আফগানদিগের সমকক্ষ নহে ; কিংবা তাঁহাদের প্রতিদ্বন্দ্বিতাচারণেও অক্ষম -একথা পূর্বেই বর্ণিত হইয়াছে। তৎপরে তাহারা মনে করিলেন, শিখজাতি বীরোচিত গুণগ্রামে জাম্মুর পার্বত্যজাতি অপেক্ষাও নিকৃষ্ট । ১৮৪৫ খ্ৰীষ্টাবের সরকারী সংবাদে লাহোর সৈনিকগণ “ইতর” জাতীয় ( Rabble ) বলিয়া অভিহিত হইল। পরবর্তী বর্ণনায় যদিও সৈন্যদল, দেশীয় জোদার এবং গৃহস্থ সমূহে গঠিত বলিয়া উক্ত হয়, তথাপি তখন পর্যস্তও ইংরাজগণ প্রচার করিতে লাগিল যে, সৈন্য সম্প্রদায় হিসাবে লাহোর সৈন্ত দিন দিন ক্ষয় প্রাপ্ত হইতেছে। ২৩ বস্তুতঃ কতকগুলি ইংরাজ-কর্মচারী এবং ভারতীয় . সিপাহীর বিশ্বাস ছিল, দৃঢ়তার সহিত সৈন্ত পরিচালনা করিয়া অল্প পরিমাণ আগ্নেয় অস্ত্ৰ—গোলাগুলির সাহায্যে তাহার যুদ্ধে জয়লাভ করিবেন। কিন্তু এস্থলে যে বিশেষ দক্ষতার ও চতুরতার পরিচয় প্রদান করিতে হইবে, ঘোরতর যুদ্ধ ঘটবে এবং সেই যুদ্ধ বহুকাল চলিবে,—তাহা তাহারা কখনও মনে করেন নাই ॥২৭ ইংরাজগণ শত্রুদিগকে তুচ্ছ জ্ঞান করিয়াই বিরত হন নাই। শিখদিগের প্রথম আক্রমণের বিষয় তাহারা বহুকাল পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন। কিন্তু এই আক্রমণ ষে ভাবে ও যে উপায়ে সম্পাদিত হইবে, ইংরাজগণ তৎসম্বন্ধে বিশেষ ভ্ৰমে পতিত হইয়াছিলেন । তাহারা ভাবিয়া দেখেন নাই যে,—মন্ত্রিসভা, অথবা এমন কি সৈনিক সম্প্রদায় বলপূর্বক নদী পার হইতে সাহসী হইবে ; এবং সমভাবে ঘোরতর যুদ্ধ Rol Major Broadfoot to Government 18th and 25th January, 1845. & বৎসর পূবে লেফটনাণ্ট-কর্ণেল লরেন্স (Calcutta Review, No iii. p. 176, 170 ) বলিয়াছিলেন, ভারতীয় অস্তান্ত শক্তিপুঞ্জের স্থায় শিখসৈন্ত অতি শিষ্ট। মহারাজপুরের যুদ্ধে গোয়ালিয়রের সৈন্তদল যুদ্ধ করিয়াছিল বটে ; কিন্তু তাহাঁদের অপেক্ষ শিখসৈন্য কোন অংশে নিকৃষ্ট নহে। তবে লাহোরের BBBB BB B BB BBBS BB BD DBB BBBDDDS BDD DBB BBBB BBBB BDDD stafter ili i šteta (Adventurer in the Punjab. p. 47, notek) stav তিনি মারহাট সৈঙ্গেরই প্রশংসা করিয়াছেন। As । আবার ম্যজির স্মিথের মতে, ইংরাজদিগের সিপাহী সৈন্তগণ শিখ-সৈন্তের বিশেষ প্রশংসা করিত। কিন্তু ইংরাজগণ নিজেরাই শিখদিগকে কাপুরুষ ও অহঙ্কারী বলিতেন । ( Major Smith's Reigning Family of Lahore, Introduction,” xxiv. and xxv.) Compare Dr. 'Macgregor, “History of the Sikhs,” ii. 89,90, 定位