পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oS 8 শিখ-ইতিহাস এইরূপ বিশ্বাসের বশবর্তী হওয়ায়, নৌ-সেতু নির্মাণার্থ পোত, সৈন্যদল এবং কামান প্রভৃতি যুদ্ধোন্দীপক সমুদায় দ্রব্যই প্রচুর পরিমাণে সংগৃহীত হইয়াছিল। কিন্তু খাস্ত, যুদ্ধোপকরণ, যানাদি এবং চিকিৎসোপকরণ প্রভৃতি যুদ্ধকালীন আবগুকীয় বন্ধ সকলই দিল্লীতে পড়িয়া রহিল ; কোন কোন দ্রব্য আগ্রা হইতে জাসিয়া পৌঁছিল না, কিংবা তখনও আবশ্যকীয় বস্তু আহরণের কোনই উদ্যোগ হইল না ।২৬ ১৮৪৫ খ্ৰীষ্টাব্দে ডিসেম্বর মাসের প্রথমেই গবর্ণর-জেনারেল আম্বালায় গমন করিয়া সেনাপতির ( Commander-in-Chief) সহিত মিলিত হইলেন । যখন নিশ্চিন্তরূপে বুঝা গেল, শিখ-সৈন্ত শতদ্রু অভিমুখে আগমন করিতেছে, তখন উত্তর-প্রদেশস্থ ইংরাজসৈন্তগণও বাধা প্রদানের জন্য পরিচালিত হইল। আম্বালা, লুধিয়ান এবং ফিরোজপুরের সৈন্তগণই অধিকতর নিকটবর্তী হইয়াছিল ; তাহাদের সংখ্যা সর্বসমেত সতের হাজার ; তাহাদের সহিত ৬১টি কামান ছিল। শেষোক্ত সৈন্যদলের প্রতি প্রথম আক্রমণের সম্ভাবনা বুঝিয়া, আম্বলা-সৈন্য অন্য কোথাও বিলম্ব না করিয়া, তাহাদের দলপুষ্টর জন্য সেই সৈন্যদলের সহিত মিলিত হইল। এদিকে লুধিয়ানার ক্ষুদ্র দুর্গ রক্ষার জন্য যে সৈন্য ছিল, লর্ড হর্ডিঞ্জ সেই সৈন্য সহ লুধিয়ানা পরিত্যাগ করিতে কৃতসঙ্কল্প হইলেন। তাহার উদ্দেশু, লর্ড গাফের অধীনে যথাসম্ভব অতিরিক্ত সৈন্য স্থাপন করিবেন, এবং শিখগণ শতদ্রু-নদী অতিক্রম করিলে, লর্ড গাফ সেই সৈন্য লইয়া শিখদিগের সম্মুখীন হইবেন ॥২৭ e এই সময়ে লুধিয়ানায় একদল শিখ-সৈন্য প্রেরিত হয়। অবস্থানুসারে সুবিধা পাইলেই বিপক্ষ দল আক্রমণ করিবে, তাহাদের প্রতি সেইরূপ আদেশ ছিল। এক্ষণে সেই লুধিয়ানার সৈন্য ব্যতীত স্থসজ্জিত লাহোর সৈন্যের পরিমাণ পয়ত্রিশ কি চল্লিশ হাজার হইয়া দাড়াইল। তাহাদের সহিত কামান-বন্দুক প্রভৃতি যুদ্ধাস্ত্র সর্বসমেত ১৫ টি ঘটনাবলী বিচারের ক্ষমতা ছিল না। ইংরাজগণ কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করিবেন, তৎসম্বন্ধে লেফটনাণ্ট-কর্ণেল রিচমণ্ডের পত্র বিশেষ উল্লেখযোগ্য। ১৮৪৪ খৃষ্টাব্দের ৩রা এপ্রিল জঙ্গী লাটের বরাবর ঐ পত্র প্রেরিত হয়। আপনাদিগকে বজায় রাখিতে হইলে, সেনানিবাসহমূহ দৃঢ় করা আবশ্যক—ঐ পত্রে এতৎসম্বন্ধে অনেক বিষয় উল্লিখিত হইয়াছে। ২৬। এই সময়ে জনসাধারণ নানা মন্তব্য প্রকাশ করিতে লাগিল। কিন্তু সাধারণের সে মন্তব্য স্বায়সঙ্গত ও স্বাভাবিক বলিয়া বোধ হইল। তাহার বলিল, এরূপ অবস্থায় যুদ্ধ চলিতে থাকিলে, লর্ড হার্ডিঞ্জের ন্যায় একজন স্বদক্ষ ও প্রসিদ্ধ সৈনিক-পুরুষ প্রাপ্ত হইয়া, ভারত-গবর্ণমেণ্ট সৌভাগ্যবান বটে ; কিন্তু লর্ড এলেনবরা এ সময়ে গবর্ণ-জেনারেল পদে অধিষ্ঠত থাকিলে, সৈন্যগণ পূর্বাপেক্ষা অধিকতর স্বসজ্জিত হইয়া যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইতে পারিত। ২৭। "কলিকাতা রিভিউ" ( No. xvi. p. 472 ) অনুসারে, তৎকালে ফিরুসহরে ১৭,৭২৭ সৈন্য ছিল। কিন্তু ১৮৪৫ খৃষ্টাব্দের ৩১শে ডিসেম্বর তারিখে লর্ড হাডিপ্লের সংবাদ অনুসারে জানা যায়, তখন BBBDD BBBBBBBSABSAAA DDSttC BBBD DBB DBB BBB BBD D DD DDD স্থাপিত হইয়াছিল –তন্মধ্যে এই সৈন্যই সর্বাপেক্ষ উপযোগী। Wł w