পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭.૨૨ 하 শিখ-ইতিহাস আপত্তি জানাষ্টয়া ছিল। নদী তীরে দুই তিন ফিট উচ্চ মৃত্তিক ভূপগুলিকে তাহার দুৰ্ভেদ্য দুর্গপ্রাচীর বলিয়া অতিরঞ্জিতভাবে ব্যক্ত করিতে লাগিল ; তাহাঁদের কল্পনাপ্রভাবে বারুদখান এবং যুদ্ধ-সরঞ্জামাদি সাংঘাতিক গুপ্তঅস্ত্র (মাইন") রূপে প্রতিপন্ন হইতে লাগিল। কেবল ভারতীয় সৈন্যগণই যে বিপক্ষদলের যুদ্ধ আয়োজনে ভীত ও চকিত হইয়াছিল, তাঁহা নহে ; ইউরোপীয় সৈণ্যগণের মধ্যেও সে প্রভাব বিস্তৃত হইয় পড়িয়াছিল। রাজকীয় বর্তৃপক্ষগণ এবং ধর্মযাজকগণ প্রমুখ বৃটিশ জনসাধারণের প্রাণেও ভয়ের সঞ্চার হইয়াছিল ; তাহতে বৈদেশিক অধিকারের শাস্তি এবং নিরাপদের বিষয়ে সকলেই বিশেষ চিস্তিত হইয়া পড়িয়াছিলেন।৩৮ এই সময়ে অতিদূরবর্তী প্রদেশ হইতে বহুসংখ্যক সৈন্য এবং বিভিন্ন কার্যে নিযুক্ত অসংখ্য সৈনিককর্মচারী আহত হইয়ছিলেন। ইংরাজজাতির চিরস্কন রণনৈপুণ্য প্রদর্শন ও পুরুষত্রয় অজিত রাজনৈতিক প্রাধান্য রক্ষার জন্যই বৃটিশ গবর্ণমেণ্ট তাহাদিগকে আহবান করিয়াছিলেন । সকলেই প্রতিশোধ গ্রহণের জন্য উৎসুক হইয়াছিলেন। এই সঙ্কট-সময়ে একজন প্রধান সৈনিকের উচ্চ-প্রকৃতি ও স্থিরচিত্ততা, এবং অপর একজন সেনাপতির ঐকান্তিক পরিশ্রম ও যুদ্ধোপকরণের সম্পূর্ণ অভিজ্ঞতায়, সকলেই সন্তোষলাভ করিতে পারিয়াছিলেন । কিন্তু এই অত্যাধিক আনন্দ ও কৃতজ্ঞতা অল্পক্ষণ মাত্র স্থায়ী হইয়াছিল ; কারণ উপস্থিত ঘোর বিপদের বিষয় স্মরণ করিয়া প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করিবার আশা অনেকেরই মন হইতে বিদূরিত হইয়াছিল। যাহা হউক, অতঃপর সৈন্যগণের মুক্তির জন্য ঘোষণাদ্বারা ঈশ্বরোপসনার আদেশ প্রচারিত হয় । বিজ্ঞ বীর ইউলিসিসের নিষেধাজ্ঞার প্রতি দৃকপাত না করিয়া, একদেশদশী দেবতা উপাসনার ব্যবস্থা হইয়াছিল, ইহাতে সেই কথাই মনে হয় ;— ঈশ্বরের উপাসনা নরহত্যা হেতু, সে নহে পবিত্ৰ— শুধু নরকের সেতু ॥৩৯ ৩৮। ভেরাসের পরাজয় এবং সেনাদলের ধ্বংসের সংবাদ শ্রবণ করিয়া, অগাষ্টসূ ভয়বিহ্বল হইয়াছিলেন। দিল্লী এবং যমুনার অন্তর্গত প্রদেশ অধিকৃত হওয়ায়, ইংরাজগণও সেইরূপ শঙ্কিত হইয়াছিলেন। রোমের শক্তিমত্তা, এবং তাছার দুর্বলতার কারণ-পরম্পর অবগত হইয়াও, সেই দৃঢ়মনা অগষ্টাস্ জর্মণি কর্তৃক ইটালী আক্রমণের পরিণাম চিন্তা করিয়া ভীত হইয়াছিলেন। তাহার দৃষ্টান্ত অনুসরণ করিলে, ভারতবর্ষ সম্বন্ধে ইংরাজদিগের আশঙ্কার বিষয়ে দোষারোপ করা যাইতে পারে না। সামান্ত ভিত্তির বা অদৃষ্টপূর্ব ঘটনা পরম্পরায় নির্ভর করিয়া, অতুল প্রতাপশালী সাম্রাজ্য প্রতিষ্ঠত হইতে পারে, ইহাতে তাহাই প্রতিপন্ন হয়। A ৩৯। Odyssey xxii. ১৮৪৫ খৃষ্টাব্দের ২৫শে ডিসেম্বর গবর্ণর জেনারেল এক ঘোষণা পত্র প্রচার শুরন। তাহাতে সৈন্তদিগকে ঈশ্বরের উপাসনা করিতে আদেশ দেওয়া হয়। তদনুসারে কলিকাতায় খৃষ্টীয় ধর্মযাজকগণ উপাসনার প্রণালী-পদ্ধঠি সর্বত্র প্রচার করেন। গবর্ণর জেনারেলের উৎকণ্ঠার বিষয় উছার ঘোষণ-প্রচারেই বুঝিতে পারা যায়। সেই ঘোষণায় তিনি শিখ সৈন্যদিগকে স্বদল পরিত্যাগে উৎসাহিত করেন ; ভবিষ্যতে বৃত্তি এবং বর্তমানে পুরস্কার দিবার প্রলোভন দেখান। স্বদলত্যাগী ব্যক্তিগণ