পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজের সহিত যুদ্ধ છ૨૭ ক্রমশঃ বৃটিশ সৈন্যের দলপুষ্ট হইতে লাগিল। ফিরোজপুর হইতে হারিকী পর্যন্ত বিস্তৃত স্থানে সৈন্যদলের সমাবেশ হইল। এদিকে শিখগণও শতক্ৰনদীর পশ্চিম পারে, ইংরাজ সৈন্যশ্রেণীর সমান্তরালভাবে অবস্থিতি করিতে লাগিল। যুদ্ধোপকরণ এবং বৃহৎ কামান প্রভৃতির অভাবে ইংরেজগণ অকৰ্মণ্য হইয়া পড়িয়াছিল। যুদ্ধে বিলম্ব হওয়ায়, ইংরাজ-সৈন্য শৈথল্য প্রকাশ করিতেছিল ; তাহাতে বিপক্ষ সৈন্যদল নবোদ্যমে অসীম সাহসে ইংরাজদিগকে আক্রমণ করিবার জন্য প্রস্তুত হইয়াছিল। এক্ষণে । শতদ্রুনীর পূর্বতীরবর্তী জায়গীরদারগণ ইংরাজদিগকে সাহায্য না করিয়া, বরং দেশ মধ্যে উত্তেজণ বৃদ্ধি করিতে লাগিলেন। ইংরাজদিগের অধীনস্থ লাদোয়ার রাজা এক বৎসর পূর্বে বিশ্বাসঘাতক বলিয়া দণ্ডিত হইয়াছিলেন।82 তিনি এখন কর্ণালের সন্নিকট হইতে অগ্রসর হইয়া প্রকাশুভাবে রণজোর সিংহ পরিচালিত শিখসৈন্যদলে যোগদান করিলেন। রণজোর সিংহের সেই সৈন্যদল জলন্ধর-দোয়াব পার হইয়া লুধিয়ানার অনতিদূরে অবস্থান করিতেছিল। এই সময় লুধিয়ান সহর শূন্য করিয়া সকল সৈন্য আক্রমণ প্রতিরোধী সৈন্যদলের দলপুষ্ট করে। অবশেষে পূর্বাঞ্চল হইতে ক্রমে ক্রমে কতকগুলি নূতন সৈন্য আনয়ন করিয়া ঐ স্থান স্বরক্ষিত করা হয়। যমুনা হইতে ফিরোজপুর অভিমুখে যে সকল ইংরাজসৈন্য অগ্রসর হইতেছিল, এই সকল ইংরেজরাজ্যে আসিয়া কোনরূপ অভিযোগে অভিযুক্ত হইলে, শীঘ্রই তাহার মীমাংসা করিয়া দেওয়া হইবে,—শিখদিগকে তাহাও বলা হয়। - ক্রমওয়েল বা গাস্টাভাসের সৈন্যদল বিজয়ক্ষেত্রে যে অনুরাগভরে নতজামু হইয়া, ঈশ্বরের উপাসনা করিয়াছিল, তাহ প্রশংসনীয়। কারণ, তাহ ঐকাস্তিকতাপূর্ণ; এবং উচ্চ হইতে নিম্ন স্তরের সকলের মধ্যেই সেই ঐকাস্তিক ভাব প্রস্ফুট হইয়াছিল। এক্ষেত্রে সৈন্যদল পরাজিত হইলে, তাহারা সমভাবে ভৎসিতও হইত। তথন সন্মান বা অবজ্ঞার চিহ্ন আপনাআপনিই প্রকটিত হইত ; রাজকীয় আদেশ বা ‘সরকারী ঘোষণার আবরণ তাহার প্রাণভূত হইতে পারিত না। কোন স্বসভ্য ও স্ববিজ্ঞ গবর্ণমেন্ট এই প্রকার আস্তরিকতাশূন্য বাহ্য উপাসনা বা কৃতজ্ঞতা প্রকাশে সর্বধা বিরত হইতেন ; তাহার সামরিক নিয়মাবলীর পরিপালনে সমধিক ধর্মপরায়ণ হইতেই চেষ্টা করিতেন। দৈনিক উপাসনায় এবং উপদেশে সৈনিক রাজকর্মচারিগণের মানস ক্ষেত্রে সর্বদ ঈশ্বর বিরাজমান থাকেন ; সেইরূপ ব্যবস্থাই সমীচীন। কচিৎ যুদ্ধজয় কালে ঈশ্বরের প্রশংসা-কীর্তন আড়ম্বর মাত্র। 5• । ১৮ss খৃষ্টাব্দের ১৩ই ডিসেম্বর মেজর ব্রডফুট গবর্ণমেণ্টকে এক পত্র লেখেন, তাহাতে এ বিষয় উল্লিখিত আছে। এই সামন্ত (লাদোয়ার রাজা) লর্ড অকল্যাণ্ডের নিকট হইতে রাজা উপাধি লাভ করিয়াছিলেন। ইনি রণজিৎ সিংহের অস্ট্রিীয় এবং থানেশ্বরের নিকটবর্তী ইতিহাস প্রসিদ্ধ সরস্বতীনদীর উপর সেতু নিৰ্মাণ বিষয়ে দানশীলতার পরিচয় দিয়াছিলেন বলিয়া, ইনি রাজা উপাধি প্রাপ্ত হন। লাগোয়ার রাজা সাধারণ মানুষ্যের দ্যায় সামান্ত শক্তিশালী ছিলেন। তিনি অপরিমিতব্যয়ী এবং ব্যভিচারী বলিয়া পরিচিত। পিতা গুরুদত্ত সিংহের অস্থিরচিত্তত তাহাতে বিদ্যমান ছিল। গুরুদত্ত সিং, এক সময়ে কর্ণাল ও যমুনা নদীর পূর্ব তীরস্থিত কতকগুলি গ্রাম অধিকার করিয়াছিলেন ; এবং sv०७ श्रेष्ठ sv०* धुंडेश •र्दछ देश८ब्रछमिश८क विt*ष कडे निब्राझिटणन ।