পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OLar শিখ-ইতিহাস যতক্ষণ যুদ্ধহওয়া সম্ভব, তাহা অপেক্ষা অধিকসময় অতিবাহিত হইল। বিপক্ষ শিখদিগের অব্যর্থ সন্ধানে ইংরাজ পক্ষীয় সৈন্য বিশেষ ব্যতিব্যস্ত হইয়া উঠিল ; শিখদিগের প্রত্যেক অস্ত্ৰক্ষেপে বিশাল ইংরাজ-সৈন্তের অধিকাংশই মৃত্যু অর্লিঙ্গন করিল ; শিখদিগের সাংঘাতিক মাস্কেট এবং ঘূর্ণায়মাণ কামানের নিয়ত অগ্নিবর্ষণে, এবং শিখ গোলন্দাজ সৈন্তের আক্রমণে, ইংরাজ-সৈন্তের অধিকাংশই পৃষ্ঠ প্রদর্শন করিল, কেহ বা পশ্চাৎ হটিয়া গেল। বামপার্থের প্রাস্তভাগে, ইংরাজ সৈন্যগণ দুর্গের বহির্ভাগস্থ পরিখা অতিক্রম করিয়া, দুর্গ প্রাচীরের পশ্চাদ্ভাগে প্রবেশ করিল। কিন্তু সে স্থান অধিকার করায়, কোনই ফল হইল না। এদিকে দক্ষিণপার্থে তাহাদের সহচরগণ কতকাংশে জয়লাভ করিয়া, উৎসাহিত হইল বটে ; কিন্তু পৃষ্ঠ প্রদর্শনের বৃশ্চিক দংশনে তাহার জর্জরিত হইতে লাগিল ; তাহাদের ক্রোধ ও ক্ষোভের আর অবধি রহিল না । ইংরাজসৈন্যগণ স্বাভাবিক উত্তেজনা বশে বিভিন্ন দলে (Wedges and Masses ) বিভক্ত হইল ; পরিশেষে ক্রোধোন্মত্ত হইয়া, একজন প্রাজ্ঞ ও নিভাঁক বীর সেনাপতির অধিনায়কত্বে, বৃটিশ-বাহিনী প্রবলবেগে শিখ-সৈন্যের উপর নিপতিত হইল ।“ এক বিকট চীৎকারধ্বনিতে বৃটিশ সৈন্যগণ পরিখা উল্লঙ্ঘন করিল ; দুর্গের চতুর্দিকস্থ প্রাচীরের উপর আরোহণ করিয়া ইংরাজ পক্ষীয় সৈন্যগণ শিখদিগের কতকগুলি কামান অধিকার করিয়া বসিল ; যুদ্ধে ইংরাজ পক্ষের জয়লাভ হইল। কিন্তু এই যুদ্ধে ইংরাজদিগকে বহু আয়াস স্বীকার করিতে হইয়াছিল ; শিখগণ ঐকাস্তিকতা সহকারে এবং দৃঢ়প্রতিজ্ঞার সহিত অটলভাবে যুদ্ধ করিল ; অভ্যস্তরস্থ কামানসমূহ শ্রাস্ত ও ক্লাস্ত আক্রমণকারীগণকে বিধ্বস্ত করিতে লাগিল। তখন কেবল পরিখার প্রাস্ত বা তীরভূমি অধিকৃত হইয়াছিল মাত্র। কিন্তু এই পরিখাপ্রাস্তও এক মূহুর্তে অধিকৃত হয় নাই। প্রথম আক্রমণকারিগণ বিধ্বস্ত হইলে, কেন্দ্রস্থিত সৈন্যদলকে পুরোভাগে আগমনের আদেশ প্রদান করা হয় । এই সকল প্রহরী সৈন্য শ্রেণীবদ্ধ হইয়া সেই দুর্গ প্রাচীর অভিমূখে প্রধাবিত হইয়াছিল ; সামান্য বেড়া অপেক্ষ সেই প্রাচীর অত্যাধিক উচ্চ, এবং বহুদূর বিস্তৃত ; সেই প্রাচীরের জন্যই ইংরাজ সৈন্যের প্রথম আক্রমণ ব্যর্থ হয়। বিজয়-গবিত শিখদিগের অগ্নিবর্ষণ সহ করিতে না পারিয়া, শেষোক্ত ইংরাজ সৈন্যও পশ্চাৎপদহইয়াছিল। কিন্তু অত:পর তাহারা পুনরায় একত্রিত হইয়া, শিখদিগকে আক্রমণ করিল ; প্রায় এক ফার্লং বা ৪৫০ হস্ত পরিমিত দূরবর্তী স্থান হইতে শিখদিগকে আক্রমণ করিয়া, বৃটিশ সৈন্য আপনাদিগের স্বাভাবিক বীরত্বের এবং চরিত্রগত উচ্চ-শিক্ষার পরিচয় প্রদান করিতে সমর্থ হইল। দ্বিতীয়বার আক্রমণকারী বৃটিশ-সৈন্যদল বিশেষ উৎসাহিত হইয়াছিল, এবং তাহাঁদের নিকট জনেক সাহায্যও পাইয়াছিল। এই ঘোরতর যুদ্ধের অবসানে, কেন্দ্রস্থিত সৈন্যদল • • । দুর্গ পরিখার সন্নিকটে সার রবার্ট ডিক যখন আপনার অনুরাগী সৈন্যগণকে উৎসাহিত করিতেছিলেন তখন তিনি সাংঘাতিক রূপে আহত হন। w