পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ H85 লাগিলেন । যে সৈন্যদল এ পর্যন্ত র্তাহাদের প্রভূত্ব-ক্ষমতা ঘৃণার সহিত উপেক্ষা করিয়া আসিয়াছে, আরও নিশ্চিতরূপে সেই শিখদিগের ধ্বংস-সাধন করাই অধিনায়কগণের প্রধান উদ্দেশু। কিন্তু মহাকাব্যে বর্ণিত দেব-দেবীসমূহ কখনই জীবন্ত বীরপুরুষগণকে প্রপীড়িত বিপর্যস্ত স্রোতস্বিনীর পঙ্কিল সলিলে উৎসর্গ করেন নাই। বহুসংখ্যক মৃতদেহ ভূপাকারে পতিত হইয়া স্রোতস্বিনীর গতি রোধ হইল, এবং পলায়নপর হতাহত সৈন্তের রক্তে নদীর জল লোহিত বর্ণ ধারণ করিল। চিরকীতি অর্জনে অভিলাষী বীর সমাজ এইরূপেই প্রতিহিংসা-বৃত্তি চরিতাৰ্থ করিয়া থাকেন। তখন নেতৃবৃন্দের প্রতিহিংসা-বৃত্তি সম্পূর্ণরূপে চরিতার্থ হইল। ধুলিরাশি, ধুম এবং মৃতদেহ পরিবৃত সৈন্যগণ ক্ষণকালের জন্য স্পন্দহীন অবস্থায় দণ্ডায়মান রঙ্গিল । পরিশেষে বিজয় লাভের মাহাত্ম্য স্বতঃই মনে উদয় হওয়ায়, সৈন্যগণের মনোভাব আপনিই ব্যক্ত হইয়া পড়িল । পুনঃপুনঃ জয়ধ্বনি উচ্চারণ করিয়া, সৈন্যদল বিজয়ী সেনাপতিগণকে অভিবাদন ও অভিনন্দন করিতে লাগিল ॥৫১ যে দিন যুদ্ধে বিজয়লাভ হইল, সেই দিন রজনীযোগে একদল বৃটিশ সৈন্য ফিরোজপুরের সম্মুখভাগে শতক্ৰ নদী অতিক্রম করিল। তথায় তাহারা শত্রুপক্ষীয় কাহাকেও দেখিতে পাইল না । ১২ই ফেব্রুয়ারী সৈন্যগণ কাণ্ডরের দুর্গ অধিকার করিয়া বসিল ; তথায় কেহই তাহাদিগকে বাধা প্রদান করিল না। পর দিবস সেই সৈন্যদল ইতিহাসপ্রসিদ্ধ সেই প্রাচীন নগরে শিবির সন্নিবেশ করিয়া রহিল। তৎকালে সকলেরই অন্ধমান হইল, তখনও ২০ সহস্ৰ শিখ সৈন্য অমৃতসর অঞ্চলে সমবেতরূপে অবস্থিতি করিতেছে । কিন্তু “খালসার’ সশস্ত্র প্রতিনিধিবর্গের বা খালসা" সৈন্যের তখন আর সে পূর্ব ক্ষমতা ছিল না। ধন-সম্পত্তি,আহার্য এবং যুদ্ধোপকরণ প্রভৃতি ধাহীদের কর্তৃত্বাধীনে ছিল, প্রথমে র্তাহারা উদাসীন থাকায় শিখ সৈন্যের পরাজয় হইল ; তাহারা প্রকারাস্তরে শিখ সৈন্যের ধ্বংস সাধন করিলেন। পরিশেষে তাহারা যাইয়া বিপক্ষ ইংরাজদিগের সহিত মিলিত হইলেন। স্বতরাং অনন্যোপায় হইয়া, শিখগণ লাহোঁর দরবারের অনুরোধে সম্মতি জ্ঞাপন করিল ;–বৃটিশ-গবর্ণমেণ্ট পূর্বে যে যে সর্তে লাহোরে শিখরাজ্য প্রতিষ্ঠার ৫১। ১৮৪৬ খৃষ্টাব্দের ১৩ই ফেব্রুয়ারী লর্ড গাফ, গবর্ণর-জেনারেলের নিকট যে কাগজ-পত্র প্রেরণ করেন, এ স্থলে তাহাই দ্রষ্টব্য। ম্যাগ্রীগরের ‘শিখ-ইতিহাস', দ্বিতীয় খণ্ড, ১৫৪ পৃষ্ঠা ইত্যাদি। (Compare Lord Gough's despatch of the 13th February, 1846 ; and Macgregor’s “History of the Siks, ii. 154. &c.) s# #w ffề* *ic# #gss; os• qR निश्ठ ७षर २०४७ জন আহত হয়। শিখদিগের পক্ষে সম্ভবতঃ e,••• পাচ সহস্রেরও অধিক সৈন্ত নিহত হয়। সম্ভবতঃ DDB BBBBB BBBtSAAA BB BBDS DDDDDDDD BBBB B BBBB DDD DDDDS তাহাঁতেও এই হিসাব অল্প বলিয়া অনুমিত হয়।