পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*85 শিখ-ইতিহাস l গোলাপ সিংহকেই পঞ্জাবের মন্ত্রী বলিয়া মানিয়া লইলেন।* কিন্তু যখন লাল সিং দেখিলেন, চারিটি তুমুল সংগ্রামের পর, গবর্নর-জেনারেল সন্তুষ্টচিত্তে, অথবা বাধ্য হইয়া, লাহোর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, এবং লাহোর বৃটিশ-গবর্ণমেণ্টের মিত্ৰরাজ্য মধ্যে পরিগণিত হইল, তখন তাহার আনন্দের আর অবধি রহিল না। লাল সিং মনে ভাবিলেন, মঙ্গরাজের মাতার উপর তাহার অযথা প্রভুত্বপ্রভাব তখনও সম্পূর্ণরূপ বর্তমান ; স্বতরাং সেই রমণীর সহযোগিতায় তিনি ঘৃণিত জামুরাজকে পদচ্যুত করিতে সমর্থ হইবেন,—লাল সিংহ সেই আশায় উৎফুল্প হইতে লাগিলেন । সমস্ত ষড়যন্ত্র, রাজদ্রোহ ও স্বদেশদ্রোহের ফলে, অবিলম্বেই সিদ্ধিলাভের সম্ভাবনা দেখিয়া, সেই নীচাশয় চাটুকার লাল সিং মনে মনে আপনাকে বিশেষ প্রশংসা করিতে লাগিলেন। তাহার সেই স্বদেশদ্রোহিত এবং ষড়যন্ত্রের ফলে, স্বাধীন শিখ-রাজ্যের উচ্ছেদ-সাধনে তাহার আত্মোন্নতি বিহিত হইবে,—লাল সিংহের আশার আর অবধি রহিল না। গোলাপ সিংহ বুঝিলেন,—ইংরাজদিগের সাহায্য ব্যতীত আত্মরক্ষা করা অসম্ভব ; তাহার পূর্ব ক্ষমতা সমস্তই লোপ প্রাপ্ত হইয়াছে। কিন্তু ইংরাজগণ র্তাহাকে লাহোরের মন্ত্রীরূপে সাহায্য করিতে অঙ্গীকার করেন নাই। স্বতঃাং গোলাপ সিং এক্ষণে নূতন বিষয়ের দাবী করিয়া, গবর্নর-জেনারেলকে হতবুদ্ধি করিয়া ফেলিলেন। গোলাপ সিংহ বলিলেন, তৎকর্তৃকই এত শীঘ্ৰ শিখদিগের সহিত ইংরাজদিগের সন্ধি স্থাপিত হইয়াছে ; এবং তাহারই ষড়যন্ত্রে শিখগণ এত শীঘ্র ধ্বংসমুখে পতিত হইয়াছে; সুতরাং গবর্ণর জেনারেল গোলাপ সিংহকে কি পুরস্কার প্রদান করিবেন ? এক সময়ে গোলাপ সিং কাণ্ডরে বলিয়াছিলেন যে, ইংরাজদিগের সহিত যুদ্ধ চালাইতে হইলে, দুৰ্দ্ধৰ্ষ পদাতিক সৈন্যসমূহ দুর্গমধ্যে স্বরক্ষিত এবং স্থসজ্জিত অবস্থায় থাকিবে ;—সে কথা তখন সকলেরই স্মৃতিপথে পতিত হইল ; এবং দিল্লীর প্রাস্তসীমা পর্যন্ত সমস্ত দেশে কেবল অশ্বারোহী সৈন্য বিচরণ করিবে,—গোলাপ সিংহের সে কথাও কেহ বিশ্বত হন নাই । যখন সন্ধির প্রস্তাল চলিতেছিল, এবং সময় ক্রমেই সংক্ষেপ হইয়া আসিতেছিল, তখন সকলেরই উপলব্ধি হুইল যে, অবশিষ্ট শিখসৈন্তের সহিত যোগদান করিয়া, রণকুশল জাতিকে অকাতরে প্রচুর অর্থরাশি এবং অস্ত্র-শস্ত্র প্রদানে যে ব্যক্তি কোন না কোন ee । ১৮৪৬ খৃষ্টাব্দের ৩রা ও ১৯শে ফেব্রুয়ারী গুপ্ত মন্ত্রণ সমিতিতে গবৰ্ণর-জেনারেল যে পত্র প্রেরণ *Con, so storio gèqJ L (Compare the Governor General's letter to the Secret Commitee, of the 3rd and 19th February, 1846.) &quo vita;* *Té siföa জানুlইয়াছিলেন যে, গোলাপ সিংহের কোন উপকার করিতে, তাহার একান্ত বাসনা। গোলাপ সিংহকে রাজা বলিয়া স্বীকার করিতে বৃটিশ গবর্ণমেন্ট ইচ্ছা করেন, গবর্ণর-জেনারেল সে কথার কোনও উল্লেখ করেন নাই। কিংবা তৎকালে যে সন্ধি প্রস্তাব চলিতেছিল, জাম্মুর স্বাতন্ত্রত অবলম্বন সম্বন্ধে তন্মধ্যে কোন সর্ত নির্দিষ্ট হইবে, গবর্ণর জেনারেল সে বিষয়ও শিখদিগকে জানান নাই। সত্য কথা खुणिप्ड cशंप्ल, हेश्ब्रांजलिtशब्र यांनरन्छ|९मप्व, cनरें क्रम७j*jलौ ब्रjछitक गद्धहे कब्रfब्र दिशम्ल, ইংরাজ পক্ষ প্রকারাস্তরে বিস্তুত হইয়াছিলেন। --