পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व्य অভিসন্ধি, —আফগানিস্থান সম্বন্ধে ইংরাজদিগের সহিত তর্ক মীমাংসায় নাও নিহাল সিংহের বাধা প্রাপ্তি, মহারাজ খড়গ সিংহের মৃত্যু, যুবরাজ নাও নিহাল সিংহের মৃত্যু, শের সিংহের সিংহাসন প্রাপ্তি, –কিন্তু খড়গ সিংহের বিধবা পত্নী কর্তৃক শাসন কর্ত,ত্ব গ্রহণ, এবং শের সিংহের পদত্যাগ, দলীপ সিংহের জন্ম-বৃত্তান্ত এবং সিংহাসন লাভ সম্বন্ধে তাহার স্বত্ব-স্বামিত্ব, ইংরাজদিগের তাৎকালিক নিরপেক্ষতা, দোম্ভ মহম্মদ কর্তৃক কাবুল আধিকারের চেষ্টা ; কিন্তু ইংরাজদিগের নিকট র্তাহার আত্ম-সমৰ্পণ, ১৮৪১ । — ধীয়ান সিংহের সহকারিতায় শের সিংহের সৈন্যদলের সাহায্য লাভ, শের সিংহ কর্তৃক লাহোঁর আক্রমণ, চাদ কৌরের বহুত স্বীকার ; শের সিংহের লাহোর সিংহাসন প্রাপ্তি, “সিন্ধানওয়াল” পরিবার, সৈন্যগণের উৈচ্ছস্থলতা ; সন্তদল দমনে কর্তৃপক্ষীয়গণের অক্ষমতা, শের সিংহর মনে ভীতি সঞ্চার, দেশে শাস্তি স্থাপনের জন্য ইংরাজ দিগের উদ্বেগ বৃদ্ধি, ইংরেজগণের সমক্ষে শিখদিগের নিকৃষ্টতা ; শিখজাতির প্রতি ইংরাজদিগের তাচ্ছিল্য প্রকাশ, অস্ত্র সাহায্যে শিখদিগকে বাধা প্রদানে ইংরেজদিগের দৃঢ় প্রতিজ্ঞ, সৈন্যগণের অশাস্তি এবং বিশৃঙ্খলা ক্রমে বিদূরিত হইল ; কিন্তু ইংরেজদিগের প্রতি জনসাধারণের অবিশ্বাস বদ্ধমূল হইয়া দাড়াইল, পঞ্জাবের মধ্য দিয়া ম্যাজর ব্রডফুট কর্তৃক বৃটিশ সৈন্যদল গমনাগমনের পথ নির্দেশ, – এই কার্যে ইংরাজদিগের বিরুদ্ধে শিখগণ আরও উত্তেজিত হইল, সৈন্ত ও রাজ্যের পরম্পর অবস্থাপরিবর্তন সৈনিব দল এবং লাহোর গমণমেণ্টের মধ্যে পরস্পর সম্বন্ধ বিচু্যতি, সৈন্তগণের সামরিক বিধি-ব্যবস্থা প্রভাবে “খালসার” প্রতিনিধি সম্প্রদায় গঠন, স্থলপথে বাণিজ্যের জন্য ইংরাজদিগের সহিত সন্ধি সংস্থাপন, জাম্মুরাজের প্রতিনিধি জোরওয়ার সিং কর্তৃক ইসকার্দো অধিকার, জোরাওয়ার সিং বর্তক চীন সম্রাটের রাজ্যে গারো নামক প্রদেশ অধিকার, — তৎপ্রতি ইংরাজদিগের হস্তক্ষেপ, লাসা হইতে প্রেরিত চীন সম্রাটের সৈন্তদলের নিকট শিখদিগের পরাজয়, ১৮৪২ — চীন সৈন্ত কর্তৃক গারো পুনরুদ্ধার, শিখজাতি এবং চীন দেশীয়দিগের মধ্যে পরস্পর সন্ধিস্থাপন, ১৮৪১ –সিন্ধুতীরস্থ প্রদেশ সমূহ অধিকারের জন্য জামুরাজগণের দুরাকাঙ্ক্ষা, জাম্মুৱাজগণের এই অভিলাষ ইংরাজনীতির বিরোধী, কাবুলে বিদ্রোহ আরম্ভ (১৮৪১ খ্ৰীষ্টারে নবেম্বর মাসে । ), শিখদিগের প্রতি ইংরাজদিগের অবিশ্বাস সত্বেও শিখদিগের নিকট ইংরাজদিগের সাহায্য প্রার্থনা, ১৮৪২ —প্রতিশোধপরবশ সৈন্তদল, শাস্তি স্থাপনার্থ গোলাপ সিংহকে তৎস্থানে প্রেরণ, কাবুলের উদ্ধার সাধন,