পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার প্রথম পরিচে্ছদ দ্বিতীয় শিখ যুদ্ধের কারণ। Sbr84–8br I পূর্বস্তুতি –মুলরাজের দেওয়ানী পদ পরিত্যাগে সঙ্কল্প ;–পদত্যাগের কারণ –রেসিডেন্ট লরেন্সের BBBSBBBB BBBBBBBSBBB BBB BBB BS BBB BBBB BB BBDD চেষ্টা ; আহত ব্রিটিশ কর্মচারিদ্বয় ;-ইদগায় ব্রিটিশ পক্ষের অবস্থান –মূলরাজকে আত্মসমর্পণের আদেশ —মুলরাজের অস্বীকৃতি ও দলপুষ্টি : শিখগণের ব্রিটিশ-পক্ষ পরিত্যাগ –বিভীষিকার ব্রিটিশপক্ষের আত্মরক্ষার চেষ্টা ;-উন্মত্ত জনসাধারণ কর্তৃক ইদগা আক্রমণ ;—ইংরেজ কর্মচারিদ্বয়ের হত্যা ও খ সিংহের বন্দিত্ব —দ্বিতীয় শিখযুদ্ধের স্বচন ; -কার ক্রটির কি পরিণাম । ] দিনমণি সান্ধ্যগগনে ঢলিয়া পড়িলেন ; সন্ধার আঁধার ধীরে ধীরে সংসার গ্রাস করিবার জন্য অগ্রসর হইল। পঞ্জাবের গৌরব-স্বর্য রণজিৎ সিংহের লোকাস্তরে গমন করিলেন ; পঞ্জাব ধীরে ধীরে অধীনতার আঁধারে আচ্ছন্ন হইল। প্রথম শিখযুদ্ধের অবসানে, দোত্ৰাওনে শিখ-সৈন্তের পরাজয়ে, এবং ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ২৩শে ফেব্রুয়ারীর সন্ধিসর্তে, সেই আঁধার ঘনীভূত হইয়া আসিল । যে ষড়যন্ত্রের প্রভাবে দৃষদ্বতীর অনন্তসলিল-প্রবাহে হিন্দুগৌরব নিমজ্জিত হইয়াছে ; যে ষড়যন্ত্রে সিরাজের বঙ্গ-সিংহাসন অনায়াসে ইংরেজের অধীনতা-পাশে আবদ্ধ হইয়াছে ; সেই ষড়যন্ত্রই শিখ-সাম্রাজ্যকে ছিন্ন-বিচ্ছিন্ন করিয়া ফেলিল। শিখ-কুল-কলঙ্ক লাল সিংহ ও তেজ সিংহ ইংরেজের সহিত ষড়যন্ত্র করিয়াই জন্মভূমিকে দাসত্ব-শৃঙ্খলে আবদ্ধ করিল। সেই গৃহ-বিভীষণগণের চক্রাস্তেই মুদ্‌কি, ফিরুল্লাসহর, আলিওয়াল, সোব্রাওন প্রভৃতির সংগ্রামে শিখগণ পরাজিত হইল। সেই ষড়যন্ত্রের ফলেই গোলাপ সিংহ প্রমূখ শিখ সর্দার ব্রিটিশগবর্ণমেণ্ট সমীপে অবনত মস্তকে সন্ধির প্রস্তাব করিলেন । একদিন রণজিৎ সিংহের প্রবল প্রতাপের সম্মুখে মস্তক অবনত করিয়া, গবর্ণর জেনারেল লর্ড মিণ্টে, সহকারী মেটকাফকে পাঠাইয়া, পঞ্জাবের সহিত সখ্যত-স্থাপনে কৃতকৃতাৰ্থ হইয়াছিলেন ; আর অাজ সেই পঞ্জাব, চক্রীর চক্রান্তে পড়িয়া বৃটিশের স্বারে সন্ধি-প্রার্থী হইয় তাহার পদানত হইল। কালের কি বিচিত্র গতি । সোত্ৰাওনের যুদ্ধের পর, সন্ধিসতে বন্দোবস্ত হইল, —দলীপ সিংহ নাম মাত্র পঞ্জাবের শাসনকর্তা রহিলেন ; তাহার জননী রাণী বিন্দান বা চন্দ্রাবতী অভিভাবিক নিযুক্ত হইলেন ; ব্রিটিশ রেসিডেন্ট সার হেনরি লরেন্সের পরামর্শ অনুসারে রাজকার্য নির্বাহিত হইবে । এই সন্ধির ফলে, ‘জলন্ধর দোয়াব’ ( শতদ্রু এবং বিপাশা নদীর মধ্যবর্তী প্রদেশসমূহ) ইংরেজগণ অধিকার করিয়া বসিলেন ; ইংরেজের