পাতা:শিখ-ইতিহাস.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oğb” শিখ-ইতিহাস নিবাস স্থাপনে কৃতসঙ্কল্প হইলেন। তাহাকে বাধা দিবার জন্য চন্দ্রভাগা নদী পার হইয়া মূলরাজ সসৈন্যে অগ্রসর হইতেছেন,—এই সময় সেই সংবাদ প্রাপ্ত হইয়া মূলরাজের প্রতিরোধে এডওয়ার্ডস উদ্যোগ করিতে লাগিলেন। ইতিমধ্যে একটি প্রয়োজনীয় বিজ্ঞাপন-পত্র তাহার হস্তগত হইল। যে সকল শিখ-সৈন্য দল পরিত্যাগ করিয়া বিদ্রোহী হইয়া দাড়াইয়াছে, এড ওয়ার্ডসের অধীনস্থ শিখ-সৈন্যগণ তাঁহাদের আদর্শ অমুসরণ করিয়া তাহাদের সহিত যোগদান করে,-ইহাই সেই বিজ্ঞাপনের মর্ম। এই বিজ্ঞাপন-পত্র প্রাপ্ত হইয়া, এবং তাহার নিকট সেই বিজ্ঞাপন-পত্ৰ উপস্থিত হইবার পূর্বে সম্ভবতঃ প্রত্যেক শিখ-সৈন্য তাহ দেখিয়াছে মনে করিয়া, শিখ-সৈন্যগণের প্রতি লেফটনাণ্ট এডওয়ার্ডসের বিশ্বাস অন্তহিত হইল। তখন আর অগ্রসর হওয়া নিরাপদ নতে মনে করিয়া সসৈন্যে সেনাপতি কটলাণ্ডের আগমন-প্রতীক্ষায় তিনি বিলম্ব করিতে লাগিলেন । এই অবসরে তিনি আরও এক কৌশল-জাল বিস্তার করিলেন ; শিখদিগের সহিত যাহাঁদের আগে) সহানুভূতি নাই, বাছিয়া বাছিয়া সেই শ্রেণীর কতকগুলি আফগানকে তিনি আপন সৈন্যদলে ভুক্ত করিয়া লইলেন । এমন সময় সংবাদ আসিল,—সত্য সত্যই পাঁচ সহস্র সৈন্য এবং আটটি বৃহৎ কামান সহ চন্দ্রভাগ নদী পার হইয়া মূলরাজ অগ্রসর হইতেছেন : ১লা মে তারিখে লেও নামক স্থানে তাহার পৌঁছিবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। আপনার অধীনস্থ দুই-তৃতীয়াংশ সৈন্যের প্রতি সন্দেহ প্রযুক্ত লেফটনাণ্ট এডওয়ার্ডস বিপক্ষ সৈন্যের সম্মুখীন না হওয়াই যুক্তিযুক্ত বলিয়া মনে করিলেন। অতঃপর সিন্ধু-নদ পুনরতিক্রম করিয়া, তিনি জিরান্দ দুর্গে আশ্রয় গ্রহণে কৃতসঙ্কল্প হইলেন। এই স্থানে ৪ঠা মে তারিখে স্ববদান খার পরিচালিত কতকগুলি মুসলমান পদাতিক সৈন্য এবং বৃহৎ কামান লইয়া জেনারেল কটলাও আসিয়া তাহার সহিত যোগদান করিলেন । ১৯ শে মে তারিখ পর্যস্ত যে সকল বৃটিশ-সৈন্ত সমবেত হইল, তন্মধ্যে চারি সহস্ৰ সৈন্তকে বিশ্বাসী বলিয়া বুঝা গেল ; এবং ৮ শত শিখ-সৈন্য অবিশ্বাসী বলিয়া প্রতিপন্ন হইল। এই সময়ে দশটি বৃহৎ কামান এবং ২১টি "জাম্বুরক” নামক ক্ষুদ্র কামান বৃটিশপক্ষে আগিয়া জুটিয়াছিল। কিন্তু তখনও বিপক্ষ দলের সৈন্তসংখ্যা বৃটিশ সৈন্সের অপেক্ষা অনেক অধিক ; স্বতরাং অগ্রসর হওয়া সম্বন্ধে এডওয়ার্ডস ইভস্ততঃ করিতে লাগিলেন। এই সময়ে ভাওয়ালপুরের নবাব বহুসংখ্যক সৈন্য-সহ ইংরাজদিগের সহায়তা করিতে আসিলেন ; শতক্ৰ নদী পার হইয়া মুলতান আক্রমণ করিবেন, তাহার এই সম্বর হইল। সেই সংবাদে লেফটেনাণ্ট এডওয়ার্ডসের আর আনন্দের অবধি রহিল না। ২•*েমে তারিখে তিনি লাহোরে রেসিডেন্টকে পত্র লিখিলেন,-“এখন আমি মুলতান অবরোধে প্রস্তুত হইয়াছি ; আপনার সম্মতি পাইলে এবং ভাওয়াল খাকে আমার সাহায্য করিবার জন্ত আদেশ দিলে, গ্রীষ্মের অবশিষ্ঠ সময় এবং বর্ষাকাল পর্যন্ত, ৰিয়োঁহী মূলয়াজকে আমি আবদ্ধ রাখিতে পারিব।” এই উদেণ্ডে এক্ষণে ডেরাগাজি খাঁ অক্ৰমণ कग्नांदे ऍांशंब्र थषांन €रणश्च हऐश्व मैंiफ़ॉहैंण । शृणब्रांरछब्र चशैौनश् छूणांण थे मांबक