পাতা:শিখ-ইতিহাস.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

तृ।। আলিওয়ালের যুদ্ধ, সন্ধিস্থাপনে শিখ-সামস্তগণের উৎকণ্ঠ যুদ্ধ মিটাইবার জন্য ইংরেজদিগের অভিলাষ, —তখন বন্দোবস্ত হইল,—ইংরেজগণ শিখ সৈন্তদিগকে আক্রমণ করিবে এবং স্ব-জাতীয় এবং স্ব-দেশীয় ভ্রাতৃবৃন্দের ও লাহোঁর গবর্ণমেণ্টের নিকট তাহারা কোনই সাহায্য প্রাপ্ত হইবে না, শিখদিগের আত্মরক্ষণোপযোগী স্বরক্ষিত দুর্গ, ১৮৪৬ –শিখদিগকে আক্রমণের জন্য ইংরেজদিগের মন্ত্রণা, স্বত্ৰাওনের যুদ্ধ, শতদ্রু নদী অবাধে অতিক্রমণের সর্ত বন্দোবস্ত, বৃটিশ গবর্ণমেণ্টের নিকট মহারাজের অধীনতা স্বীকার ; এবং ইংরাজগণ কতৃক লাহোর অধিকার, সন্ধি সংস্থাপন, গোলাপ সিং, লাল সিং, পঞ্জাব ব্যবচ্ছেদ এবং গোলাপ সিংহের স্বাধীনতা লাভ, ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের আনুষঙ্গিক অতিরিক্ত ব্যবস্থা বন্দোবস্ত ; বৃটিশ গবরমেন্টের সাবালক না হওয়া পর্যন্ত নাবালক দলীপ সিংহের অভিভাবকতা করিবেন শিখগণ তখনও নিরুৎসাহিত হয় নাই, উপসংহার ; ভারতে ইংরেজদিগের পদ-সম্পদ ।