পাতা:শিখ-ইতিহাস.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ পঞ্জীবের পরিণাম ১৮৪৯-মার্চ [ চিলিয়ানওয়াল যুদ্ধের পরিণাম ;– গুজরাটে শিখ-সৈন্য-সমাবেশ ;—ইংরেজ-পক্ষের বিপুল আয়োজন —শের সিংহের পরাজয় ;-গুজরাট যুদ্ধের ফলাফল ;–মেজর লরেন্সের মুক্তি ;–শের সিংহের সন্ধির প্রস্তাব – শিখ-সম্প্রদায়ের পরিণতি ;– সন্ধিপত্র –পঞ্জাবে বৃটিশ অধিকার ও ইংরেজের কোহিমুর লাভ ,—গবর্ণর-জেনারেলের ঘোষণা —দলীপ সিংহের নির্বাসন ও বৃত্তির ব্যবস্থ1.– তাহার খৃষ্টধর্ম গ্রহণ ও পরিণাম —মন্তব্য । ] শের সিংহের সৈন্যদল প্রায় এক মাস পর্যস্ত চিলিয়ানওয়ালা অধিকার করিয়া রহিল। সেই সৈন্যদলকে বিতস্তা নদীর পরপারে বিতাড়িত করিবার জন্য লর্ড গফ নানারূপ চেষ্টা পাইতে লাগিলেন ; কিন্তু তৎপক্ষে কোনক্রমেই কৃতকার্য হইতে পারিলেন না। ইতিমধ্যে শিখ-সৈন্যও ইংরেজ-পক্ষকে আক্রমণ করিবার জন্য কোনরূপ চেষ্টা করিল না । এই সময়ে মূলতানের যুদ্ধে জয়লাভ করিয়া বিজয়ী সৈন্যদল সহ জেনারেল হুইশ চিলিয়ানওয়ালা অভিমুখে অগ্রসর হইতেছেন-সংবাদ আসিল । এ সংবাদে লর্ড গাফ, উৎসাহিত ও আশ্বস্ত হইলেন । হুইশ আসিয়া উপস্থিত হইলেই পুনরায় যুদ্ধ আরম্ভ করা যাইবে,—এই প্রতীক্ষায় লর্ড গাফ, অপেক্ষা করিতে লাগিলেন । এইবার ইংরেজের অদৃষ্ট স্বপ্রসন্ন। পথে আর কোন বাধা-বিঘ্ন না পাইয়া, যথাসময়ে জেনারেল হুইশ আসিয়া লর্ড গাফের নিকট উপনীত হইলেন । দ্বিগুণ বল বৃদ্ধি হওয়ায়, দ্বিগুণ উদ্যমে, লর্ড গাফ শিখ-শিবির আক্রমণের জন্য ব্যবস্থা-বন্দোবস্ত করিতে লাগিলেন । একদিকে ইংরেজ-পক্ষ বিপুল বলে বলীয়ান হইয়া আক্রমণের জন্য অগ্রসর হইল ; অন্যদিকে শিখ-শিবিরে রসদাদি সংগ্রহের অস্ববিধ ঘটতে লাগিল। স্বতরাং শিখগণ আর চিলিয়ানওয়ালায় অবস্থান নিরাপদ বলিয়া মনে করিল না । অতঃপর তাহার চন্দ্রভাগ নদীর গতি অমুসরণ করিয়া, গুজরাট নগর অভিমুখে অগ্রসর হইল। তাঁহাদের উদ্দেশু রহিল—“রেচন দোয়াব’ পার হইয়া তৎপ্রদেশ লুণ্ঠনপূর্বক লাহোরে গমন করিবে। ইংরেজপক্ষ শের সিংহের সে উদ্বেগু বুঝিতে পারিলেন ; অথবা, চক্রীর চক্রান্তে সে সংবাদ তাহদের অবিদিত রহিল না। স্বতরাং শের সিংহের উদ্দেগু ব্যর্থ করিবার ওভিপ্রায়ে জেনারেল হুইশ উজীরাবাদের সন্নিকটে সৈন্য-সমাবেশ করিলেন। সঙ্গে সঙ্গে নৌকার সেতু নির্মাণ করিয়া প্রধান সেনাপতির সহিত হুইশের সৈন্যদলের সম্মিলনেরও ব্যবস্থা হইয়া গেল। এই সময়ে ইংরেজ-সৈন্যের সংখ্যা, পচিশ হাজারের অধিক হইয়া দাড়াইল । শিখ-সৈন্যের সংখ্যাও, ইংরেজগণ অল্পমান: করেন, প্রায় ৬০ হাজারে দাড়াইয়াছিল। কাবুলের আমীর দোস্ত মহম্মদের পুত্র একরাম খাঁ, পেশোয়ারে স্বত্বাধিকার