পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসনৎ হাৱ । প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় শিখ-যুদ্ধের কারণ। ১৮৪৭-৪৮ । বিষয় । \O6-br–Woo & পূর্ব স্মৃতি, মূলরাজের দেওয়ানী পদ পরিত্যাগে সংকল্প, পদত্যাগের কারণ, রেসিডেন্ট লরেন্সের প্রতিজ্ঞ, ইংরেজের বিশ্বাসঘাতকতা, ব্রিটিশ সৈন্তের সাহায্যে খ সিংহের দেওয়ানী পদ লাভের চেষ্টা, আহত বৃটিশ কর্মচারিদ্বয়, ইদগায় বৃটিশ পক্ষের অবস্থান ; মূলরাজকে আত্মসর্পণের আদেশ ; মূলরাজের অস্বীকৃতি ও দলপুষ্ট, শিখগণের বৃটিশ পক্ষ পরিত্যাগ : বিভীষিকায় বৃটিশ পক্ষের আত্মরক্ষার চেষ্টা ; উন্মত্ত জনসাধারণ কর্তৃক ইদগা আক্রমণ, ইংরেজ কর্মচারিদ্বয়ের হত্যা ও খ। সিংহের বন্দিত্ব ; বৃটিশ গবর্ণমেণ্টেই হত্যাকাণ্ডের জন্ত দায়ী; দ্বিতীয় শিখ-যুদ্ধের সূচনা ; কার ক্রটর কি পরিণাম । দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় শিখযুদ্ধের স্বত্রপাত । ১৮৪৮ । বিষয় । 996=9br রেসিডেন্টের নিকট মুলতান দুর্ঘটনার সংবাদ প্রেরণ ; তৎকর্তৃক সৈন্ত প্রেরণের ব্যবস্থ, শিখ-সৈন্তের প্রতি অবিশ্বাস ; প্রধান সেনাপতির নিকট সৈন্ত সাহায্য প্রার্থনা, যুদ্ধারম্ভে প্রধান সেনাপতির অনভিমত ; গবর্ণর জেনারেলের সম্মতি জুঞ্জন, লেফটেনাণ্ট এডওয়ার্ডসের অভিযান, লেও অধিকার ; সসৈন্ত মূলরাজ কর্তৃক বাধা প্রদানের সংবাদে এডওয়ার্ডসের জিরান্দ দুর্গে আশ্রয় গ্রহণ ; কটলাগুের সৈন্তদলের সহিত র্তাহার সন্মিলন ; শিখ-সৈন্যের প্রতি এডওয়ার্ডসের অবিশ্বাস, লেফটেনাণ্ট এডওয়ার্ডসের কৃতকার্যতা, দেরাগাজি-খা আক্রমণ