পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাওয়াল খাঁ কতৃক অতিরিক্ত সৈন্ত সাহায্য প্রদান, উভয় পক্ষের সৈন্তবল, কিনারীর যুদ্ধ, কিনারীর যুদ্ধে ভাওয়ালপুর-সৈন্তের অকৰ্মণ্যতা, একদল বিদ্রোহীর পরাজয়, স্বদ্ধসাম যুদ্ধে জয়লাভ। তৃতীয় পরিচ্ছেদ মুলতান অধিকার। ১৮৪৮-১৮৫১ । বিষয় । ۹وع -- و ۹ویbم মুলতানের বিবরণ, মুলতান আক্রমণের আয়োজন, সেনাপতি হইশের ঘোষণা প্রচার, শের সিংহের ভাব-বিপর্যয় ও ইংরেজের প্রত্যাবর্তন, শের সিংহের ইংরাজ-পক্ষ পরিত্যাগ, মূলরাজের সহিত শের সিংহের সম্মিলন ; শের সিংহ কর্তৃক হাজারে নামক স্থানে নূতন শিখ-যুদ্ধের আয়োজন, প্রায় তিন মাস কাল মুলতান অবরোধ স্থগিত থাকায়, উভয় পক্ষের বল সংগ্রহ, ডিসেম্বর মাসে ইংরেজ কতৃক মুলতান পুনরাক্রমণ ; ২৭ দিন ব্যাপী দারুণ সংঘর্ষ ; ৩০শে ডিসেম্বর ইংরেজের গোলার আগুনে হঠাৎ মূলরাজের বারুদখান ভস্মীভূত, মূলরাজের আত্মসমর্পণ, মূলরাজের বিচার এবং নির্বাসন। চতুর্থ পরিচ্ছেদ রামনগর ও চিলিয়ানওয়ালার যুদ্ধ। ১৮৪৮খ্ৰীঃ, অক্টোবর—১৮৪১ খ্ৰীঃ, জাহয়ারী । বিষষ U)">="tア8 ছত্র সিংহের বিদ্রোহ, মেজর জর্জ লরেন্স প্রভৃতির কোহাটে পলায়ন ; কোহাটের শাসনকর্তা সুলতান মহম্মদ খাঁ কতৃক লরেন্স প্রভৃতিকে ছত্র সিংহের নিকট বিক্রয়, রামনগরে শের সিংহের সহিত ইংরেজের পক্ষের ঘোর যুদ্ধ, কিউরটন, হাভেলক প্রভৃতির মৃত্যু : শের সিংহের সৈন্যদল কর্তৃক রামনগর পরিত্যাগ, ছত্র সিংহের সহিত শের সিংহের সন্মিলন, চিলিয়ানওয়াব ইংরাজ পক্ষের সহিত