পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о পরিশিষ্ট ৪৩৪টি গল্প এই অংশে সন্নিবিষ্ট। একটি গল্পে বর্ণিত আছে,– এক সময়ে রাজ্যের উত্তরধিকারী স্বপত্নী-পুত্রের প্রতি বিমাতা প্রেমাসক্ত হন । কিন্তু রাজপুত্র বিমাতার কামনা পূর্ণ করিতে অসম্মত হওয়ায়, সেই রমণী স্বামীর নিকট বলেন যে, জ্যেষ্ঠপুত্র তাহার সতীত্ব নষ্টের চেষ্টা করিয়াছেন। তাহা শুনিয়া, রাজা পুত্রকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ইতিমধ্যে মন্ত্রিগণের সামুনয় প্রার্থনায় বার্তাহাঁদের বিরুদ্ধমত প্রকাশে পুত্রের মৃত্যুদণ্ড স্থগিত থাকে। তখন কতকগুলি গল্প-পরম্পরায়, মন্ত্রিগণ স্ত্রীলোকের চরিত্র বিবৃত করেন। অবশেষে রাজা তাহার স্ত্রীর দুশ্চরিত্রের বিষয় বুঝিতে পারেন, এবং আপনার অবিমূৰ্যকারিতার জন্য অমৃতপ্ত হন। গ্রন্থের প্রায় অৰ্দ্ধাংশ বা ৪৪৬ পৃষ্ঠা এইরূপ গল্প সমূহে পরিপূর্ণ। এতন্মধ্যে একটি বা ততোধিক গল্পের রচয়িত বলিয়া, খামের নামোল্লেখ দেখিতে পাওয়া যায়। ১৬শ । “হিকাউত",—বা গল্প-গাথা । দুই লাইনের ৮৬৬টি শ্লোকে, বারটি গল্প এই অংশে সন্নিবিষ্ট। সেগুলি পারস্ত’ ভাষায় এবং গুরুমুখী বর্ণমালায় লিখিত । আওরঙ্গজেবের প্রতি ভংসনা-মূলক গোবিন্দ বিরচিত এই শ্লোকগুলি, দয়া সিং এবং অপর চারি জন শিখের হস্তে আওরঙ্গজেবের নিকট প্রেরিত হয়। ভfংসনা বা নিন্দাবাদ-পূর্ণ তীব্র ভাষায় লিখিত একখানি পত্রও তৎসঙ্গে প্রেরিত হইয়াছিল ; কিন্তু সে পত্রখানি “আদি গ্রন্থে" স্থান প্রাপ্ত হয় নাই । গুরু গোবিন্দ বিরচিত এই গ্রন্থের উপসংহার, এই ত্রিশ পৃষ্ঠাব্যাপী গল্পমালায় পরিপূর্ণ। তুতীক্স পরিশিষ্ট ধর্মোপদেষ্ট শিখ গুরুদিগের প্রচারিত কতকগুলি আদর্শ ধমনীতি বা ধমানুষ্ঠানের কয়েকটি তত্ত্ব নানক এবং গোবিন্দ প্রচারিত যে ধর্মমত শিধগণ কর্তৃক সমাদৃত এবং সম্মানিত, তাহারই কতকগুলি দৃষ্টান্ত এই অতিরিক্ত পরিশিষ্টে প্রদত্ত হইল। s । श्रेश्वज्ञ-श्रेश्वज्ञङ् । সত্যই ঈশ্বর ; তাঁহাতে ভয় নাই, তাহাতে শত্রুভ নাই ; তিনি অমর, তিনি ত্রাণকর্তা 1 তিনি গুরু এবং তিনি সর্ব মঙ্গলালয় । সেই আদি সত্য স্মরণ কর; স্বষ্টির পূর্ব হইতেই সত্য বিরাজমান। „r