পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের আদর্শ ধর্মনীতি > & (নানক এবং তাহার পরবর্তী শিখ-গুরুগণের রচনা হইতে এইরূপ আরও অসংখ্য দৃষ্টাস্তের উল্লেখ করা যাইতে পারে। ) যে ব্যক্তি অদ্বিতীয় ঈশ্বরকে জানে না, সে অসংখ্য বার জন্মগ্রহণ করিবে । গোবিন্দ,—“মেদ মীর” । ৭ । বিশ্বাস অশন বসনে সুখী হওয়া যায় ; কিন্তু ভয় ও বিশ্বাস না থাকিলে মুক্তিলাভ হয় না নানক,—“আদিগ্রন্থ’, ‘সোহিলা মরু রাগ’ । ৮ । ঈশ্বর-কৃপা । হে নানক ! জগদীশ্বর যাহার প্রতি স্বপ্রসন্ন, সে নিশ্চয়ই ঈশ্বর-সান্নিধ্য লাভ করে। নানক,—“আদিগ্রন্থ", "আশা রাগ’ । হে নানক ! ঈশ্বর যাহাকে কৃপা করেন, সে নিশ্চয়ই ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়। উমার দাস,—“আদি গ্রন্থ" ‘বিলাওয়াল’ । ৯ । অদৃষ্ট-পূর্বজন্ম । প্রত্যেকেই অদৃষ্ট অনুসারে, আপনাপন কর্মফল ভোগ করিয়া থাকে ; নিজ নিজ কর্মফল অহসারে প্রত্যেকের আসা-যাওয়া,—জন্ম, মৃত্যু নিৰ্দ্ধারিত হয়। r নানক,—“আদিগ্রন্থ,” 'আশা' । - কিরূপে সত্য বলা যায় ? কিরূপে মিথ্যা পরিহার করা সম্ভব ? হে নানক । ঈশ্বর-নির্দিষ্ট পথে পরিচালিত হইলে,—র্তাহারাই ইচ্ছা অনুসারে চলিলে, সত্য বলা যায়, এবং মিথ্যা পরিহার করা যায় । নানক,—‘আদি গ্রন্থ, জিপজী’ । ১০ । বেদ, পুরাণ এৰং কোরাণ। যদি ঈশ্বর কর্তৃক অল্প-প্রবিষ্ট ন হইল, তবে পোট, সিম্রাত, বেদ এবং পুরাণ,— সকলই মিথ্যা । “নানক,—আদি গ্রন্থ,” ‘গৌরী রাগ’ । শাস্ত্র, বেদ এবং কোরাণের প্রতি শ্রদ্ধা কর,— তাহার উপদেশ অনুযায়ী কার্ষ কর,—