পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের আদর্শ ধর্মনীতি S$ ১২ । জাতি । জাতি বিচার করিও না, বিনয়াবনত হও, নিশ্চয়ই মুক্তিলাভ করিবে । নানক,—“আদিগ্রন্থ,” ‘সারঙ্গ রাগ।’ জগদীশ্বর মামুষের জাতি বংশের বিষয় কিছুই জিজ্ঞাসা করিবেন না ;— তিনি মানুষকে জিজ্ঞাসা করিবেন,—তুমি কি করিয়াছ ? নানক,—“অাদি গ্রন্থ," ‘প্রভাতি রাগিণী ।” উচ্চ বংশ জাত যদি হয় নীচাশয়। তাহার আদেশ কভু পালনীয় নয় । ঘৃণিত অস্পৃশু যদি পুণ্যবান হয় । পাদপীঠ হয়ে তার নানক সেবয় ॥ নানক,-“ আদি গ্রন্থ," "মল্লার রাগ " ব্ৰহ্মা হ'তে সমূৎপন্ন হয় যেই জন । ধরা মাঝে বরণীয় সেই সে ব্রাহ্মণ । কহয়ে ব্রাহ্মণ সবে অাছি চারি জাতি । সবে কিন্তু হয় এক ব্ৰহ্মার সস্ততি । “উমার দাস,”—“আদি গ্রন্থ," "ভৈরব’ । মৃত্তিকা দ্বারা এ জগৎ স্বই হইয়াছে ;– সেই মৃত্তিকায় কত মৃৎপাত্র প্রস্তুত হইয়া থাকে। নানক বলেন,—কর্ম অনুসারেই মানুষের বিচার হইবে, এবং ঈশ্বর-প্রসাদ লাভ না করিতে পারিলে মুক্তিলাভ হইবে না। মানব দেহ পাঁচটি উপাদানে গঠিত ; সেই উপাদান সমষ্টির একটি উচ্চ, অপরটি নীচ,-কে বলিতে পারে ? উমার দাস,—“আদি গ্রন্থ,” ভৈরব।" জামি চারিটি জাতিকে একটি জাতিতে পরিণত করিব। আমি তাহাদিগকে “ওয়া গুরু" শব্দ উচ্চারণ করিতে শিক্ষা দিব ॥

  • গোবিন্দ",—"রিহিত নামে”, (এই অংশ

আদি গ্রন্থে অন্তনিবিষ্ট হয় নাই। ) - | שtא ו 9יצ হৈ নানক । ভিন্ন ধর্মাবলম্বীদিগের দুইটি অধিকার ;–এক শ্রেণীর গো-জাতির