পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b> পরিশিষ্ট র্তাহার শ্রদ্ধা ছিল না ; তিনি কোন ধর্মও মানিতেন না। ন্যায়বান হইয়া তিনি শাসন করেন নাই, ইহা পৃথিবী উচ্চকণ্ঠে ঘোষণা করিত। তিনি শাসনকর্তা নামে অভিহিত হইতেন ; কিন্তু তিনি স্বশাসন করিতেন না । তিনি কেবল ইন্দ্রিয় মুখভোগে রত থাকিতেন ;—তিনি যেন সেই মোহ-ফাদে বিজড়িত হইয়াছিলেন। - - তিনি পৃথিবী লুণ্ঠন করিয়াছিলেন ; নরকাগ্নি তাহাকে ব্যথিত করিবে । 碌 事 i. 锦 事 事 率 sk :: 率 মানুষের সৎকার্য করা উচিত। তাহা হইলে, তাহাকে লজ্জিত হইতে হইবে না। অমৃতাপ করিও ; কিন্তু অত্যাচার করিও না ! অন্যথা, কবরের মধ্যেও নরকারি তোমাকে দগ্ধ করবে। ভবিষ্যদ্বক্তা, পুণ্যাত্মা, সা এবং খা, কাহারও কোন নিদর্শন এ পৃথিবীতে বর্তমান থাকে না ; কারণ মহন্ত মাত্রেই উডডীয়মান বিহঙ্গের চঞ্চল ছায়ার ন্যায় নশ্বর । 嶺 i. :: 事 চল্লিশটি ধনভাণ্ডারের অধিপতি হইয়া তুমি মনে মনে কতই অহঙ্কার কর –তুমি কেবল ভোগমুখেই মত্ত ; কিন্তু তুমি তোমার ধর্ম রক্ষা কর না। হে মানব ! ঐ দেখ, কেরণ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইল। * হে নানক ! ঈশ্বরের নিকট প্রার্থনা কর, এবং এক ঈশ্বরকেই আশ্রয় করিয়া থাক । ২। মদিনীর অধিপতি কেরণের প্রতি নানকের উত্তর। প্রথমতঃ নানক মক্কায় গমন করেন ; পরে, তিনি মদিনা দর্শন করিতে যান । মক্কা এবং মদিনার অধিপতি কেরণ, নানকের নিকট দীক্ষা গ্রহণ করিয়া, নানকের শিষ্যত্ব লাভ করেন । যখন নানক প্রস্থানের উদ্যোগ করিতেছিলেন, তখন সেই ভাগ্যবান কেরণ র্তাহীকে বলিলেন,— “এক্ষণে আপনি এ স্থান পরিত্যাগ করিতে উদ্যোগী ; কিন্তু আপনি আবার কবে এখানে ফিরিবেন ?”