পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দের পত্ৰ U.S. যে শিখ মস্তকোপরি পাগড়া (টুপি ) পরিধান করে, সে জলগণ্ড পীড়ায় সাত বার মৃত্যুমুখে পতিত হয়। আর যে ব্যক্তি স্বত্র গলায় দেয়, সে ব্যক্তি অনন্ত নরকের পথে প্রধাবিত । [ আহারের সময় উষ্ণৗষ পরিত্যাগ করা ; মিনা, মাসান্দি ও কুরিমার (শিশু-হস্তারক) দিগের সংসর্গে থাকা ; এবং স্ত্রীলোকের সহিত সতরঞ্চ খেলা ;—সকলই নিষিদ্ধ। শিখদিগকে এ সমূদায় পরিত্যাগ করিতে হইবে। গুরুর নাম উচ্চারণ না করিয়া, কোন স্তোত্র পাঠ করিবে না ; যে ব্যক্তি গুরু বাক্য অবহেলা করে, এবং বিশ্বাস ও ভক্তির সহিত শিন্তের কার্য করিতে পরাস্মুখ হয়, সে নিশ্চয়ই স্লেচ্ছপদবাচ্য । - যে শিখ গুরুর হুকুম নামে অর্থাৎ পুজোপহার এবং চাদ প্রদান সম্বন্ধে গুরুর আদেশ অগ্রাহ করে, সে নিশ্চয়ই গুরু-কোপানলে পতিত হইবে । ] - প্রথমে গুরু (গ্রন্থ বা পুথি ) এবং খালসাকেই আমি এ পৃথিবীতে স্থান দিয়াছি, যে তাহ অস্বীকার করে, অথবা তৎপ্রতি বিশ্বাসঘাতকতা করে, সে অনন্ত নরকে নিক্ষিপ্ত হইবে । [ কৃত্রিম জাফরান পুষ্পের (অর্থাৎ ‘স্বহি’ রঙ্গের ) বা পীত ও রক্ত বর্ণের পরিচ্ছদ পরিধান করা নিষিদ্ধ ; মস্তকোপরি কবচ ধারণ করিবে না ; ‘জপ’ ( অর্থাৎ নানকের স্তোত্র, পাঠ না করিয়া প্রাতরাশ করা সর্বথা অবিধেয়। প্রাহ্নে স্তোত্র পাঠে অবহেলা, রাই রাস স্তোত্র পাঠ না করিয়া সায়াহ্নে ভোজন, এবং “অকাল পুরিক” (অনন্ত স্বত্ব বা জগদীশ্বরকে ) পরিত্যাগ করিয়া, অন্যান্য ঈশ্বরের উপাসনা কিংবা প্রস্তর পূজা করা নিষিদ্ধ। শিখ ভিন্ন অপর কাহাকেও প্ৰণিপাত করা, "গ্ৰন্থকে’ বিস্তুতি-সাগরে নিমজ্জিত রাখা, এবং খালসা"কে প্রতারিত করা,—সকলই পাপের কার্য,—সকলই নিষিদ্ধ । নানক, গোবিন্দ, অঙ্গদ এবং উমার দাসের বংশধরগণ যে সমুদায় হুকুম নামে’

  • প্রধানত: এস্থলে হিন্দুধর্মাবলম্বী সন্ন্যাসীদিগের বিষয় উল্লিখিত হইয়াছে। হয়তো পুৰে ৰে সকল মুসলমান " করোটি টুপি ব্যবহার করিত, তাহদের প্রতিও কতকটা লক্ষ্য আছে। এক্ষণে সেই BBB BBBBB BB SBBBBSS BBB SBB BBBB BBBBB BBBB BBDB BBBB DDDD রাখে। এতদুভয়বিধ টুপির প্রতি শিখ জাতি বে ঘৃণা প্রকাশ করিত, শিখগণের সে ঘৃণার তাৰ এক্ষণে चांद्र नांदे । अछांछ छांब्रउवाजौब्र नTांब्र उiशब्रां७ रेश्ब्रांजलिcभन्न भिद्र थठि वृषं यरून कछ वणिब्रा শিখ জাতির সে পূৰ ঘৃণা এক্ষণে অন্ধকারে বিলিল হইয়াছে।