পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ψ8 পরিশিষ্ট রক্ত এবং পীত বর্ণের পরিচ্ছদ পরিধান করিবে ; কিংবা নস্ত ( নিশ্বর ) গ্রহণ করিবে, তাহার নরক যন্ত্রণা ভোগ অবশুম্ভাবী * o যে ব্যক্তি, প্রতিবেশী ভ্রাতৃগণের মাতা কিংবা ভগ্নীর প্রতি ইন্দ্রিয়াসক্ত হয়, অথবা কামকটাক্ষপাত করে,-যে ব্যক্তি আপন অবস্থানুযায়ী উপযুক্তরূপে কন্যার বিবাহ না দেয়,- যে ব্যক্তি আপনার ভগ্নী বা কন্যার সম্পত্তি আত্মসাৎ করে,— যে ব্যক্তি দরিদ্রকে পীড়ন করে, অথবা তাহার দ্রব্য অপহরণ করিয়া লয়,—এবং যে তুর্ককে সম্মান করে,— সে ব্যক্তি দণ্ডাহঁ । শিখগণ তাহাদের কেশ বিশ্বাস করিবে ; এবং দিনে দুইবার তাহদের শিরস্ত্রাণ বা উষ্ণীষ খুলিয়া রাখিবে, এবং দুই বার পরিধান করিবে। প্রত্যেক শিখেরই দুইবার মুখ প্রক্ষালন করা কর্তব্য। - সকল প্রকার দ্রব্যেরই দশমাংশ গুরুর নামে সমর্পণ করিতে হইবে। দান-ধর্মাচরণ করা আবশুক । প্রত্যেক শিখ শীতল জলে স্বান করিবে । জিপ, পাঠ না করিয়া কোন শিখ আহার করিবে না। প্রাতে ‘জপ', অপরাহ্নে "রাই রাস’ এবং বিশ্রাম বা শয়নের পূর্বে ‘সেহিলা’ পাঠ, শিখদিগের সর্বথা কর্তব্য। কোন শিখই প্রতিবাসীর নিন্দ করিবে না ; প্রতিবাসী স্ব-জাতীর সম্বন্ধে মিথ্যা প্রচার করা, শিখ জাতির পক্ষে পাপজনক। অতি সতর্কতার সহিত প্রতিজ্ঞা পূর্ণ করিতে হইবে। তুর্ক জাতির নিকট হইতে শিখগণ কোন মাংস ভক্ষণ করিতে পারিবে না ; শিখ জাতির পক্ষে তাহা অবিধেয় । - ৰে ব্যক্তি আপনাকে সাধু (বা পবিত্ৰাত্মা ) বলিয়া পরিচয় প্রদান করে সেই শিখ দৃঢ়ৰূপে আপনার অভিব্যক্তি অনুসারে কার্য করিবে,-সেই অভিব্যক্তি অনুযায়ী আপনার প্রতিজ্ঞা পালন করিতে যত্নবান হইবে। যাত্রাকালে, কার্যারম্ভের পূর্বে এবং ভোজনের সময় প্রথমে ঈশ্বরের নাম স্মরণ করিতে হুইবে ; ঈশ্বরোপাসনা না করিয়া কিংব। ঈশ্বরকে না ডাকিয়, কোথাও গমন করিবে না, ཛྙཱ་༑ ། কার্যারাস্ত করা উচিত নহে, কিংবা ভোজনে প্রবৃত্ত হইবে না ।

  • তামাক ব্যবহার সম্বন্ধে একমাত্র এই নিষেধাজ্ঞাই বিধিবৃদ্ধ হইয়াছে। শিখদিগের প্রচলিত নীতি অনুসারে অধুনা সর্বপ্রকার তামাক ব্যবহারেই নিষিদ্ধ। পেশোয়ার এবং কাবুলের কতকগুলি

আফগান নস্ত ব্যবহার করে ; কিন্তু ভারত্তৰালীর নিকট জাজিও সে প্রথা সম্পূর্ণ নূতন। ভারতবাসী আজ পর্বত্তও কোনরূপ নস্ত ব্যবহার করিতে শিখে নাই। - -