পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাহোরের সহিত সন্ধি SS হইবে, মহারাজ কিংবা সর্দার ফতে সিং কেহই তাহাদিগকে কোনরূপে বিপর্যন্ত করিবেন না ; অধিকন্তু তাহাদের সেই অভিপ্রায় যাহাতে কার্যে পরিণত হয়, তৎসাধনকল্পে তাহারা হোলকারের সৈন্যদিগকে যথাসাধ্য সহায়তা করিবেন। ২য় সর্ত। এই সর্ত মতে নিৰ্দ্ধারিত হইল যে, যদি বৃটিশ গবর্ণমেণ্ট এবং যশোবন্ত রাও হোলকারের মধ্যে পরম্পর সন্ধি ও শাস্তি স্থাপিত না হয়, তাহা হইলে, যশোবন্ত রাও হোলকারের সৈন্যদল অমৃতসর হইতে ত্ৰিশ ক্রোশ দূরবর্তী স্থানে অগ্রসর হইবা মাত্র, বর্তমান শিবির ভঙ্গ করিয়া বৃটিশ পক্ষের সৈন্যদল বিপাশা-নদী তীরে শিবির সন্নিবেশ করিবে। অতঃপর বৃটিশ-গবর্ণমেণ্টের সহিত যশোবন্ত রাও হোলকার যদি কোন সন্ধি স্থাপন করেন, তাহা হইলে- সেই সন্ধিক্রমে নিৰ্দ্ধারিত হইবে যে, সেই সন্ধি নিম্পন্ন হওয়ার অব্যবহিত পরেই, শিখদিগের অধিকৃত রাজ্য পরিত্যাগ করিয়া হোলকার আপন রাজ্যে গমন করিবেন । প্রত্যাগমন কালে হেলিকার যদি কোন শিখ-রাজ্য বা রাজ্যাংশের মধ্য দিয়া গমন করেন, তাহা হইলে হোলকার সেই রাজ্য বা রাজ্যাংশের কোনরূপ ক্ষতি করিতে পারিবেন না ; কিংবা তৎকর্তৃক সেই রাজ্যের কোন অংশ ধ্বংস হইবে না। বৃটিশ-গবর্ণমেণ্ট এই সন্ধি সর্তে আরও অঙ্গীকার করিতেছেন যে, পূর্বোক্ত সামন্তদ্বয়, সর্দার রণজিৎ সিং এবং সর্দার ফত্তে সিং, যতদিন বৃটিশ গবর্ণমেণ্টের বিপক্ষগণের সহিত কোনরূপ সংপ্রব না রাখিবেন, কিংবা তাহাদিগকে কোন সাহায্য প্রদান না করিবেন, এবং যতদিন তাহারা বৃটিশ গবর্ণমেণ্টের বিরুদ্ধে শত্রুতচরণ না করিবেন, ততদিন বৃটিশসৈন্ত কখনও সেই সামস্তদ্বয়ের রাজ্যে প্রবেশ করিবে না। তাঁহাদের রাজ্য ও ধনসম্পত্তি আক্রমণ বা অধিকারের সর্বপ্রকার চেষ্টায় বৃটিশ গবর্ণমেণ্ট তত দিন বিরত থাকিবেন। ১৮৯৬ খ্ৰীষ্টাব, তারিখ, ১লা জানুয়ারী |