পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্টারলোনির ঘোষণাপত্ৰ § 0 পূর্বতীরে অল্প কয়েকটি মাত্র “থান” সংস্থাপিত করিয়াছেন, সেই নিয়ম অনুসারে, থানা হিসাবে, ফিলোরের ঘাটে যদি কখনও কোনও সেনানিবাস স্থাপিত হয়, বৃটিশ গবর্ণমেণ্ট তাহাঁতেও আপত্তি করিবেন। মি. মেটকাফের সমক্ষে মহারাজ পুন:পুন: যে ভাব প্রকাশ করিয়াছেন, মহারাজ যদি সেইরূপ অঙ্কুরাগের সহিত উপরোক্ত সর্ত মত কার্য করিতে চেষ্টা করেন, তবেই উভয় গবর্ণমেণ্টের মধ্যে পরস্পর বন্ধুত্ব অক্ষুন্ন থাকিবে । মহারাজ যদি উপরোক্ত সর্ত অনুসারে কার্যাঙ্গুষ্ঠানে অসম্মত হন, তাহা হইলে, স্পষ্টই প্রতীয়মান হইবে যে, বৃটিশ গবর্ণমেন্টের সহিত মিত্রতা বন্ধন, মহারাজ গ্রাহ করেন না ; অধিকন্তু তিনি বৃটিশ গবর্ণমেণ্টের শক্ৰতাচরণে কৃতসংকল্প । এরূপ ক্ষেত্রে বিজয়ী বৃটিশ সৈন্য আত্মরক্ষার সর্বপ্রকার উপায় অবলম্বনে যত্নবান হইবে। ইংরাজদিগের মনোভাব ব্যক্ত করাই এই ঘোষণা প্রচারের প্রধান এবং একমাত্র উদ্দেশু । অপিচ মহারাজের অভিপ্রায় অবগত হওয়াও ইহার অন্যতম সংকল্প। বৃটিশ গবর্ণমেণ্টের অবিচলিত বিশ্বাস এই যে, মহারাজ বিবেচনা করিয়া দেখিবেন,—এই ঘোষণায় উল্লিখিত সমস্ত বিষয়ই প্রকৃতপক্ষে মহারাজের সুবিধাজনক ; ইহাতে মহারাজের প্রচুর মঙ্গল সাধিত হইবে,—মহারাজ তাহাই মনে করিবেন। মহারাজের সহিত বৃটিশ গবর্ণমেণ্টের অকৃত্রিম বন্ধুত্ব,—এই ঘোষণা প্রচারে মহারাজের মনে তাহাই দৃঢ়বদ্ধ হইবে । যুদ্ধের উপযোগী সর্বপ্রকার ক্ষমতা প্রচুর পরিমাণে থাকা সত্বেও বৃটিশ গবর্ণমেণ্ট সন্ধি ও মিত্রতা বাঞ্ছা করেন, সে কথা মনে করিতেও মহারাজ কুণ্ঠ বোধ করিবেন না ;–বৃটিশ গবর্ণমেণ্টের তাহাই বিশ্বাস । টীকা—এই ঘোষণা পত্রের একটি অনুবাদ গবর্ণমেণ্টের নিকট আছে ; কিন্তু তাহার অনেক স্থলে ছন্দ-বৈষম্য পরিলক্ষিত হয়। অষ্টম পরিশিষ্ট লাহোরের সহিত ১৮৩৯ খ্ৰীষ্টাব্দের সন্ধি। e বৃটিশ গবর্ণমেণ্টের সহিত লাহোর রাজের সন্ধি । ( তারিখ ২৩ এপ্রিল, ১৮০১ ) ইতিপূর্বে লাহোরের রাজার সহিত কয়েকটি বিষয়ে বৃটিশ গবর্ণমেণ্টের মনোমালিন্ত জন্মিয়াছিল ; সৌভাগ্যক্রমে সেই সকল বিরোধীয় বিষয় নির্বিবাদে মিটিয়া গিয়াছে। এক্ষণে উভয় পক্ষই পরম্পরের মধ্যে অকৃত্রিম বন্ধুত্ব এবং শাস্তি স্থাপনের জন্য উদ্বিগ্ন হইয়া উঠিয়াছেন। এই সমস্ত কারণে নিম্নলিখিত সন্ধি সর্ত বিধিবদ্ধ হইল ; উভয় পক্ষের २b