পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 লাহোরের সহিত সন্ধি উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্তগণ এই সন্ধি সর্তে বাধ্য থাকিবেন। মহারাজ রণজিৎ সিং স্বয়ং, এবং বৃটিশ গবর্ণমেণ্টের পক্ষ হইতে প্রতিনিধি মিষ্টার সি, টি, মেটকাফ কর্তৃক এই সন্ধি নিম্পন্ন হইল । প্রথম সর্ত। বৃটিশ গবর্ণমেণ্ট এবং লাহোর গবর্ণমেণ্ট পরস্পর চিরবন্ধুত্ব স্বত্রে আবদ্ধ থাকিবে ; বৃটিশ গবর্ণমেণ্ট সম্পর্কে লাহোর গবর্ণমেণ্ট একটি বিশেষ শ্রেষ্ঠ ক্ষমতাশালী বলিয়া বিবেচিত হইবে । শতদ্রু নদীর উত্তরস্থ রাজ্য কিংবা তত্ৰত্য প্রজাদিগের সহিত বৃটিশ গবর্ণমেণ্টের কোনই সম্বন্ধ থাকিবে না। দ্বিতীয় সর্ত। শতদ্রুর পূর্বতীরে মহারাজের যে সকল রাজ্য আছে, তাহার আভ্যস্তরীণ কার্যকলাপ নির্বাহের জন্ত তদুপযুক্ত সৈন্য ব্যতীত, মহারাজ সেই সকল রাজ্যে অতিরিক্ত সৈন্য রাখিতে পারিবেন না । মহারাজের সেই সকল রাজ্যের সন্নিকটে, অপরাপর সামস্তের যে রাজ্য আছে, মহারাজ অন্যায়রপে সেই রাজ্য আক্রমণ করিবেন না ; কিংবা সেই সকল সামন্তও মহারাজের রাজ্যে কখনও অনধিকার প্রবেশ করিতে পরিবে না । তৃতীয় সর্ত। পূর্বোল্লিখিত সর্ত সমূহের কোনরূপ অন্যথাচরণ হইলে, সেই সকল সর্তের কোন নিয়ম ভঙ্গ করিলে, কিংবা মিত্রতার কোন নিয়মের ব্যাতিক্রম ঘটিলে, এই সন্ধি বাতিল বলিয়া গণ্য হইবে। চতুর্থ সর্ত। এই সন্ধিতে চারিটি সর্ত রহিল । ১৮০১ খ্ৰীষ্টাব্দের ২৫শে এপ্রিল তারিখে এই চারি-সর্ত-সম্বলিত সন্ধি নিম্পন্ন হইল ; মিঃ সি, টি, মেটকাফের স্বাক্ষরিত এবং মোহরযুক্ত, পারস্ত এবং ইংরাজী ভাষায় লিখিত, এই সন্ধির প্রতিলিপি লাহোর রাজের হস্তে প্রদান করা হইল। আপন স্বাক্ষর এবং মোহর অঙ্কিত করিয়া, রাজাও সেই সন্ধির একখানি প্রতিলিপি মিঃ মেটকাফকে প্রদান করিলেন। অতঃপর কোঁন্সিলের অনুমতি ক্রমে, রাইট অনারেবল গবর্ণর জেনারেলের অনুমোদিত আর একখানি প্রতিলিপি দুই মাসের মধ্যে মহারাজকে প্রদান করিতে, মিষ্টার সি, টি, মেটকাফ প্রতিজ্ঞাবদ্ধ রছিলেন। লাহোর-রাজ সেই প্রতিলিপি পাইলে, এই সন্ধি দৃঢ় হইয়াছে বলিয়া মনে হইবে। তখন উভয় পক্ষই এই সন্ধি সর্তে বাধ্য থাকিবেন ; মহারাজকে এক্ষণে যে প্রতিলিপি প্রদান করা গেল, সেই প্রতিলিপি পাইলে, মহারাজ এই নকল {} ফেরত দিবেন।