পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=নবম পরিশিষ্ট শতকের পূর্ব তীরবর্তী রাজ্যসমূহকে লাহোরের বিরুদ্ধে যে আগ্রয় প্রদান করা হয়, তাহার ঘোষণা পত্র । (53f1 ده مواد ) শতদ্রুর পূর্ব তীরবর্তী মালোয় এবং সারহিন্দের সামন্তগণের বরাবর যে ‘ইতিলা নামা” প্রেরণ করা হয়, তাহারই অম্বুবাদ এস্থলে প্রদত্ত হইল । ( ১৮৯৯ খ্ৰীষ্টাব্দের ৩রা মে । ) শতক্ৰ নদীর পূর্ব তীরবর্তী কতিপয় সামস্তের আবেদন অনুসারে এবং তাহাঙ্গের ঐকাস্তিক প্রার্থনায়, শতদ্রু নদীর পূর্ব তারাভিমুখে এক দল বৃটিশ সৈন্য প্রেরিত হইয়াছিল। সেই সামন্তগণকে আপনাপন রাজ্যে প্রতিষ্ঠিত রাখিতে এবং যাহাতে র্তাহীদের স্বাধীনতা নষ্ট না হয়, সেই উদ্দেশুে, বন্ধুত্বের নিয়মানুসারে, বৃটিশ গবর্ণমেণ্ট সেই অনুষ্ঠান করিয়াছিলেন ;—তাহা সত্য। সূর্যোদয় অপেক্ষাও ইহা ধ্রুব সত্য এবং গত কল্যের স্থায়ীত্ব অপেক্ষাও ইহা অধিকতর সুস্পষ্টরূপে প্রতিপন্ন হইয়াছে। গবর্ণর জেনারেল এবং তাহার কোঁন্সিলের আদেশক্রমে, ১৮০১ খ্ৰীষ্টাব্দের ২৫শে এপ্রিল তারিখে মিষ্টার মেটকাফের প্রতিনিধিত্বে, বৃটিশ গবর্ণমেণ্টের সহিত মহারাজ রণজিৎ সিংহের এক সন্ধি স্থাপিত হইয়াছে। এক্ষণে আমি, মালোয় এবং সার হিন্দের সামস্তগণের সস্তোবের জন্য বৃটিশ গবর্ণমেণ্টের অভিপ্রায় এবং মন্তব্য ব্যক্ত করিতেছি ; নিম্নলিখিত সাতটি সর্তে উহ! পরিদৃষ্ট হইবে। প্রথম সর্ত। মালোয়া এবং সারহিন্দের সামস্তগণের রাজ্য এক্ষণে ইংরাজদিগের আশ্রয়াধীন। ভবিষ্যতে মহারাজের প্রভুত্ব-প্রভাব এবং আধিপত্য যাহাতে সেই সকল দেশে বিস্তৃত হইতে না পারে, পূর্ব সন্ধির সর্ত অনুসারে বৃটিশ গবর্ণমেণ্ট তন্নিবারণার্থ চেষ্টা করিবেন। দ্বিতীয় সর্ত। সামন্তগণের যে সকল রাজ্য বৃটিশ গবর্ণমেন্ট রক্ষা করিবেন বলিয়া স্বীকৃত হইলেন, বৃটিশ-গবর্ণমেণ্ট সেই সকল রাজ্য হইতে রাজস্ব স্বরূপ কোন অর্থ গ্রহণ করিবেন না। তৃতীয় সর্ত। ইংরাজদিগের আশ্রয়াধীন হইবার পূর্বে, সামন্তগণ স্ব স্ব রাজ্যে যেরূপ স্বত্ব উপভোগ করিতেন, এবং যেরূপ প্রভুত্ব-ক্ষমতা পরিচালনা করিতেন, এক্ষণেও তাহারা