পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিশিষ্ট শতকের পূর্ব তীরবর্তী রাজ্য সমূহকে পরস্পর পরস্পরের বিরুদ্ধে সাহায্য প্রদানের ঘোষণা পত্র। ( ১৮১১ খ্ৰীষ্টাব্দ । ) শতদ্রু এবং যমুনার মধ্যবর্তী সমতল ভূমির আশ্রিত সামস্তগণের অবগতি এবং নিশ্চয়তার জন্ত । ( ২২ শে আগষ্ট, ১৮১১ খ্রীঃ । ) বিগত ৩রা মে তারিখে, বৃটিশ গবর্ণমেণ্টের আদেশ মতে, গত ১৮০১ খ্ৰীষ্টাবে সাতটি সর্তযুক্ত একখানি এতালানামা’ প্রচারিত হইয়াছে। তাহাতে উল্লিখিত আছে যে, ১৮০১ খ্ৰীষ্টাব্দের ২৩শে এপ্রিল তারিখের সন্ধি সতক্রিমে মালোয়া এবং সারহিন্দের সামস্তগণের সমুদায় রাজ্য, ইংরাজদিগের আশ্রয়াধীনে স্থাপিত হওয়ায়, উপরোক্ত সামন্তগণের রাজ্যের সহিত রাজা রণজিৎ সিংহের কোনই সম্বন্ধ নাই । ‘বকসিস’ বা ‘নজরাণী দাবী করা, বৃটিশ-গবর্ণমেণ্টের উদ্বেগু নহে ; অপিচ সেই সকল সামস্ত আপনাপন রাজ্যে পূর্বতন অধিকার-স্বত্ব উপভোগ করিবেন, এবং সেই সকল রাজ্য সামস্তগণের সম্পূর্ণ শাসনাধীনে থাকিবে। সর্দারদিগের মনে সর্বপ্রকার বিশ্বাস জন্মাইয়া দেওয়াই উপরোক্ত এতালানামা প্রচারের উদ্দেশু ; বৃটিশ গবর্ণমেণ্টের আরও উদেশু,—তাহাদের রাজ্য রক্ষা করা। সেই সকল রাজ্যের শাসন-সংরক্ষণ বৃটিশ গবর্ণমেণ্টের অভিপ্রেত নহে। সামন্তগণ আপনাদের রাজ্যে, যাহাতে স্বখে স্বচ্ছন্দে পূর্বতন স্বত্বাধিকার এবং প্রভুত্ব-ক্ষমতা বজায় রাখিয়া, শাসনদও পরিচালিত করিতে সমর্থ হন, তদ্বিধানকল্পেও বৃটিশ গবর্ণমেণ্ট তখন অনুপ্রাণিত হইয়াছিলেন । এক্ষণে কতকগুলি জমিদার এবং অত্র প্রদেশের সামস্তগণের প্রজাপুঞ্জ বৃটিশ গবর্ণমেন্টের কর্মচারিগণের নিকট অভিযোগ উপস্থিত করিয়াছেন। সেই সকল সামন্ত উপরোক্ত এভালানামার" মর্ম অবগত হইয়াও তদনুযায়ী কার্য করেন নাই । ভবিষ্যতে যে র্তাহারা তৎপ্রতি কোনরূপ মনোযোগ দিবেন, তাহারও কোন সম্ভবনা দেখা যায় না। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি অভিযোগের বিষয় এস্থলে উদ্ধৃত করা গেল ;–(১) ১৮১৭ খ্ৰীষ্টাব্দের ১৫ই জুন সমিনার দেলওয়ার আলি খাঁ, কতকগুলি জহরত এবং অপরাপর অস্থাবর সম্পত্তি জোর-জবরদস্তী করিয়া অপহরণ করার অপরাধে, রাজা সাহেব সিংহের