পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮১১ খ্ৰীষ্টাব্দের ঘোষণা পত্র 8? হইতে কতকগুলি সর্দার অপরাপর সর্দারগণের রাজ্য অন্যায়পূর্বক অধিকার করায়, সেই অন্যায়াচরণের ফলে, সর্দারগণ আপনাপন অধিকার-স্বত্ব হইতে বঞ্চিত হইয়াছেন ; সেই সকল রাজ্য উক্ত সর্দারগণকে পুনঃ প্রত্যপণের জন্য বৃটিশ সৈন্য প্রেরিত না হওয়া পর্যন্ত, অপরাধী সর্দারগণ রাজ্যগুলি ন্যায্য অধিকারীদিগকে ফিরাইয়া দিতে অযথা বিলম্ব করিয়াছেন ; টেরার রাণী, চোগিয়ানের শিখগণ, কারোলির এবং চেলাউদ্দীর তালুকসমূহ এবং চিলা পল্লী তাহাতে বিশেষ ক্ষতিগ্রস্ত হইয়াছে। স্বল্পকাল মাত্র তত্ত্বৎপ্রদেশের রাজস্ব উপভোগের প্রলোভনই এই বিলম্বের এবং উপেক্ষার একমাত্র কারণ। তাহাতে সেই সকল স্থানের প্রকৃত স্বত্বাধিকারিগণের যে অশেষ ক্ষতি হইয়াছে, তাহা অপ্রতিশোধনীয় ;–এই সকল হেতুবাদে বৃটিশ গবর্ণমেণ্টের অনুমতি ক্রমে, এক্ষণে এই ঘোষণা পত্ৰ প্রচারে সর্ব সাধারণকে জানান যাইতেছে যে, যদি কোন সর্দার বা অপর যে কোন ব্যক্তি অন্যায়পূর্বক অপর কাহারও রাজ্য বা সম্পত্তি অপহরণ বা অধিকার করিয়া থাকেন কিংবা অন্য কোন উপায়ে যদি ন্যায্য অধিকারীকে কোন প্রকারে ক্ষতিগ্রস্ত করিয়া থাকেন, তাহা হইলে, কোন অভিযোগ আনয়নের পূর্বেই সর্দারগণ সেই রাজ্য বা সম্পত্তি তাহাঁদের ন্যায্য অধিকারিগণকে প্রত্যপণ করিবেন ; তাহারা কোন মতে সেই সকল রাজ্য বা সম্পত্তি প্রত্যপর্ণ করিতে দ্বিধামত করিবেন না। এই ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে যদি তদনুযায়ী কার্য সমাহিত না হয়,-যদি সর্দারগণের শৈথিল হেতু ইংরাজ কর্তৃপক্ষ সৈন্য প্রেরণ করাই যুক্তিযুক্ত বলিয়া বিবেচনা করেন, তাহা হইলে, ন্যায্য অধিকারীর উচ্ছেদের তারিখ হইতে বর্তমান সময় পর্যস্ত, সেই সকল সম্পত্তির বা রাজ্যের রাজস্ব, অপরাধী পক্ষগণের নিকট হইতে দাবী করা হইবে ; সৈন্য প্রেরিত হইলে, তাহদের যাত্রাকালে যদি তত্তং প্রদেশের অধিবাসিগণের কোনরূপ ক্ষতি হয়, সে ক্ষতিও সর্দারগণ নিরাপত্তে পূরণ করিতে বাধ্য হইবেন। এই সকল আদেশ অন্যথা করিলে অপরাধিগণের অবস্থা এবং কুক্রিয়া অনুসারে, ব্রিটিশ গবর্ণমেণ্টের বিচারে, সর্দারগণ ষে দণ্ডে দণ্ডিত হইবেন, তাহাও তাহাদিগকে বিন আপত্তিতে গ্রহণ করিতে श्व ।