পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্য সংক্রান্ত অতিরিক্ত সন্ধি ¢ፃ সম্মতিক্রমে ১৮টি সর্তযুক্ত এই সন্ধিপত্র অতঃপর যথানিয়মে এবং ধর্মত প্রতিপালিত হুইবে ;– প্রথম সর্ত। সা-স্বজ-উল-মুলক স্বয়ং, র্তাহার উত্তরাধিকারী বা স্থলাভিষিক্তগণের এবং সমস্ত 'সাদোজিজ'দিগের পক্ষ হইতে স্বীকার করিতেছেন যে, সিন্ধুনদের উভয় পাশ্বস্থিত যে সমস্ত প্রদেশ মহারাজ রণজিৎ সিংহের অধিকার বিস্তৃত হইয়াছে, তৎসমুদয়ে সা স্বজ-উল-মুলক বা তাহার উত্তরাধিকারি, স্থলাভিষিক্ত এবং সাদোজিজগণের কোনই দাবী দাওয়া রহিল না। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চতুঃসীমার অন্তর্গত কাশ্মীর প্রদেশ এবং তদন্তৰ্গত আটক দুর্গ, কচ-হাজরা খাবাল, আম্ব প্রভৃতি স্থানের দুর্গে, এবং সিন্ধুনদের পূর্ব পারে কাশ্মীরের যে সকল আশ্রিত এবং অধীনস্থ রাজ্য আছে, তৎসমুদ্ৰায়ে, রণজিৎ সিংহের আধিপত্য বিস্তত হইল। সিন্ধুনদের পশ্চিম পারে পেশোয়ার এবং খাটুক ও ইউসফজায়ীদিগের অধিকৃত রাজ্য, হাসত নগর, মিচনী, কোহাট, হাংগু এবং পেশোয়ারের আশ্রিত ও অধীনস্থ অন্যান্ত প্রদেশ-সমূহও রণজিৎ সিংহের অধিকারে আসিল । এই সন্ধি সর্ত খাইবার পাশ, বায়ু, উজীর রাজ্য, দোয়ারটাঙ্ক, গারঙ্গ, কালাবাগ, খুদালনগর এবং তৎসমুদ্ৰায়ের অধীনস্থ প্রদেশ–রণজিৎ সিংহের রাজ্যভূক্ত হইল। ডেরা-ইন্মাইল-খা ও তাহার অধীনস্থ প্রদেশ ; কোট মিথেন, উমার কোট এবং তাহীদের অধীনস্থ রাজ্য ; সাংঘরি, হারাউদ-দীজাল, হাজিপুর, রাজেনপুর, তিনটি কচ্ছ প্রদেশ ; মানখেরা এবং তাধীনস্থ জেলাসমূহ ; এবং সিন্ধুনদের পূর্বতীরে অবস্থিত মূলতান প্রদেশ,—রণজিৎ সিংহের রাজ্য মধ্যে পরিগণিত হইল। এই সকল দেশ এবং স্থানসমূহ মহারাজ রণজিৎ সিংহের সম্পত্তি এবং রাজ্য বলিয়া গণ্য হইবে ; তদ্বিষয়ে স-মুজার কোনসম্বন্ধ রহিল না এবং থাকিবে না । মহারাজ পুরুষানুক্রমে তৎসমূদ্রায় ভোগ দখল করিতে পারবেন। দুই সর্ত। খাইবার পাশের অপর পাশ্বাস্থত ব্যক্তিগণ এই সকল রাজ্যে আসিয়া দ্যুত, অযথা আক্রমণ বা প্রজাবৰ্গকে উৎপীড়ন করিতে পরিবে না। রাজস্ব অপহরণকারী অপরাধী ব্যক্তি এক রাজ্য হইতে পলাইয়া আসিয়া অপর রাজ্যে আশ্রয় গ্রহণ করিলে, উভয় রাজাই সেই ব্যক্তিকে ধরিয়া দিতে বাধ্য হইবে । খাইবার গিরিসঙ্কট হইতে যে নদী প্রবাহিত, কোন পক্ষই তাহার গতিরোধ কৱিতে পরিবে না ; এবং পূর্বতন প্রথা অনুযায়ী ফতেগড় দুর্গ সেই নদীর জল প্রাপ্ত হইবে। তৃতীয় সর্ত। মহারাজের সহিত বৃটিশ গবর্ণমেণ্টের যে সন্ধি সর্ত স্থাপিত হইয়াছে, তদনুসারে মহারাজের প্রদত্ত পাশ-পত্র ব্যতীত, শতক্রনীর পূর্ব পার হইতে কেহই পশ্চিম