পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به چی میجیوو حجاچاقچی واقعی ত্রিপক্ষীয় সন্ধি Qo নবম সর্ত। মহারাজের কোন কর্মচারী যদি আফগানিস্থানে ঘোটক ক্রয় করিতে যায়, কিংবা সা-স্বজার কোন কর্মচারী পঞ্জাবে বস্ত্রাদি বা শাল প্রভৃতি ক্রয় করিতে আসে, এবং তাহারা যদি ১১ এগার হাজার টাকা পর্যস্ত সেই উদ্দেশ্যে লইয়া যায়, তাহা হইলে, মহারাজ কিংবা সা-স্বজা উভয়েই পরস্পরের প্রেরিত ক্রেতাদিগের সুবিধা প্রভৃতির প্রতি যথাযথ দৃষ্ট রাখিবেন ; যাহাতে তাঁহাদের কার্য স্বচারুরূপে নির্বাহিত হয়, মহারাজ এবং সা-স্বজা উভয়েই তাহারও বিহিত উপায় বিধান করিবেন । দশম সর্ত। কখনও কোন সময়ে উভয় রাজ্যের সৈন্য-দল এক স্থানে সমবেত হইলে, সেখানে যাহাতে কোন ক্রমে গো-হত্যা করিতে দেওয়া না হয়, তাহারও বিহিত ব্যবস্থা করিতে হুইবে । একাদশ সর্ত। সা-সুজা যদি মহারাজের নিকট হইতে অতিরিক্ত সৈন্ত সাহায্য গ্ৰহণ করেন, তাহ হইলে, বারুকজায়ীদিগের নিকট হইতে যে সকল দ্রব্য,—জহরত, ঘোটক, স্বল্প-বিস্তর অস্ত্রশস্ত্রাদি,—লুষ্ঠিত হইবে, তাহ উভয় পক্ষ সমভাগে বিভাগ করিয়া লইবেন । মহারাজের সৈন্যদলের সাহায্য বর্তীত, সা-সুজা যদি বারুকজায়ীদিগের ধনসম্পত্তি অধিকারে সমর্থ হন, তাহা হইলে, মিত্রতা-বন্ধনের নিদর্শন স্বরূপ, তাহার কত্তকাংশ আপন প্রতিনিধি দ্বারা সা-স্বজা মহারাজের নিকট প্রেরণ করিবেন। দ্বাদশ সর্ত। পত্র এবং উপঢৌকনাদি লইয়া পরস্পরের দূত পরস্পরের রাজ্যে সর্বদা গতিবিধি করিবে । ত্রয়োদশ সর্ত। এই সন্ধির সর্ত অনুসারে যদি মহারাজের কখনও সা-স্বজার অধীনস্থ সৈন্যদলের কোনরূপ সাহায্য অবিশুক হয়, এক জন প্রধান কর্মচারীর অধিনায়কত্বে সা-স্বজা একদল সৈন্য পাঠাইতে বাধ্য থাকিবেন ; অন্য পক্ষে, মহারাজও তদ্রুপ সা-স্বজার প্রয়োজনহিসারে, এই সন্ধির সর্ত মতে, একদল মুসলমান সৈন্য জনৈক প্রধান কর্মচারীর অধিনায়কত্বে কাবুলে পাঠাইতে স্বীকৃত রহিলেন । মহারাজ যখন পেশোয়ারে গমন করিবেন, তাহার অভ্যর্থনার জন্য সা-স্বজা জনৈক সাহাজাদাকে প্রেরণ করিতে বাধ্য থাকিবেন, সে ক্ষেত্রে মহারাজও যথাযোগ্য সম্মান ও সমাদরের সহিত সাহাজাদাকে অভ্যর্থনা করিবেন এবং বিদায় দিবেন। চতুর্দশ সর্ত। ব্রিটিশ-গবর্ণমেণ্টের, শিখ গবর্ণমেণ্টের এবং সা-স্বজা উল-মূলকের—. এই তিন পক্ষের পরম্পরের শক্র বা মিত্ৰ সকলেরই শত্রু বা মিত্র মধ্যে গণ্য হইবে। পঞ্চদশ সর্ত। আপন উদ্দেশু সিদ্ধ হইলে, সা-সজ-উল-মূলক, বিনা আপত্তিতে ‘নানকসাহী’ বা ‘কালদার’ মুদ্রার দুই লক্ষ টাকা মহারাজকে প্রদান করিবেন ; সাস্বজাকে কাবুলের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠার উদ্বেপ্তে, যে তারিখে মহারাজ শিখ সৈন্ত ૨૩