পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ه وع কাবুলে প্রেরণ করবেন, সেই তারিখ হইতেই সা-স্বজা-উল-মুলক ঐ টাকা দিতে বাধ্য হইবেন : সা স্বজার পক্ষ সমর্থনের জন্য, মহারাজ নুনাধিক পাচ সহস্র মুসলমান-ধর্মাবলম্বী অশ্বারোহী ও পদাতিক সৈন্য পেশোয়ার রাজ্যের মধ্যে সজ্জিত রাখিবেন ; যখন মহারাজের সহিত একমত হইয়া বৃটিশ-গবর্ণমেণ্ট সেই সৈন্যদল, সা-স্বজার সাহায্যাৰ্থ প্রেরণ করা উচিত বলিয়া মনে করিবেন, সেই সময় ঐ সকল সৈন্ত কাবুলাভিমুখে যাত্রা করিবে ! পশ্চিম প্রদেশে যখনই কোন গোলযোগ উপস্থিত হইবে, বৃটিশ-গবর্ণমেন্ট এবং শিখ-গবর্ণমেণ্টের মতে আবগুক এবং উপযুক্ত বলিয়া বিবেচিত হইলে, সৈন্যদল তাভিমুখে প্রেরিত হইবে। মহারাজের যদি কখনও সা-স্বজার দৈন্যদলের সাহায্য আবগুক হয়, তাহা হইলে যতদিন পর্যন্ত যে পরিমাণ সাহায্য প্রদত্ত হইবে, সৈন্যদলের ব্যয় নির্বাহের জন্য মহারাজের প্রাপ্য টাকা হইতে তাহার কিয়দংশ বাদ যাইবে ; যে পর্যন্ত এই সন্ধির সর্ত অব্যাহত থাকিবে, মহারাজ সা-স্বজা-উল-মূলকের নিকট হইতে নিয়মিতরূপে যাহাতে বৎসর বৎসর নির্দিষ্ট টাকা প্রাপ্ত হন, বৃটিশ-গবর্ণমেণ্টও তৎপক্ষে দায়ী রহিলেন । ষোড়শ সর্ত সা-স্বজ-উল-মুলক এবং তাহার উত্তরাধিকারী বা স্থলাভিষিক্তগণ, সিন্ধু প্রদেশের আমীরগণের নিকট হইতে প্রাপ্য বাকী রাজস্বের সমস্ত দাবী দাওয়া এবং তৎপ্রদেশের অধিকার-সত্ব পরিত্যাগ করিতেছেন ; ( সেই রাজ্য এক্ষণে আমীরগণ এবং র্তাহীদের বংশধরগণ পুরুষানুক্রমে ভোগ-দখল করিতে অধিকারী হইলেন । ) তৎপরিবর্তে বৃটিশ-গবর্ণমেণ্টের মধ্যস্থতায় আমীরগণ সা-স্বজাকে যে পরিমাণ টাকা দিতে বাধ্য হইবেন, সা-সুজা তাহাই লইতে সন্মত্ত রহিলেন । সেই টাকা হইতে মহারাজ রণজিৎ সিংহকে দেড় লক্ষ টাকা দেওয়া হইবে । এই টাকা প্রদত্ত হইলে, ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ১২ই মার্চ যে সন্ধি হইয়াছিল, * সেই সন্ধির ৪র্থ সর্ত রহিত হইবে ; মহারাজ রণজিৎ সিংহ এবং সিন্ধু প্রদেশের আমীরগণের মধ্যে যে উপঢৌকন এবং পত্রাদি আদান-প্রদানের ব্যবস্থা আছে, তাহা পূর্বাপর অক্ষুণ্ণ থাকিৰে। সপ্তদশ সর্ত। সা-স্বজা উলমূলক আফগানিস্থানে আধিপত্য বিস্তারে কৃতকার্য হইলে, তাহার গবর্ণমেণ্টের অধীনস্থ, তাহার ভ্রাতুষ্পুত্র হিরাটের শাসনকর্তার অধিকৃত প্রদেশসমূহে স-স্বজ কোনরূপ আক্রমণ বা অত্যাচার করিতে পাৱিবেন না। , །ས་སྟེ། ལྟ་ ༥ সর্ত। বৃটিশ-গবর্ণমেণ্ট এবং শিখ-গবর্ণমেণ্টের সম্মতি এবং অভিপ্রায় ব্যতীত সা-স্বজ-উল-মুলক স্বয়ং, কিংবা র্তাহার উত্তরাধিকারী বা স্থলাভিষিক্তগণ, কোন বৈদেশিক

  • স৷ স্বজা এবং রণজিৎ সিংহের মধ্যে সন্ধি হয় ।