পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্য সংক্রান্ত চুক্তিপত্র। ఆU মহোদয় কর্তৃক ইতিপূর্বে এক সন্ধি স্থাপিত হয়। তদ্বিষয়ে ১৮১১ সম্বতে ( ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে ), উক্ত কর্ণেল ওয়েডের মধ্যস্থতায়, আর এক সন্ধি স্থাপিত হইয়াছিল । পণ্যপ্রব্যের পরিমাণ এবং প্রকৃতি প্রভৃতি বিষয়ে বিচার না করিয়া প্রত্যেক বাণিজ্য-পোতের উপর কর নিদ্ধারণ করাই, সেই সন্ধি-পত্রের উদ্দেশু। ১৮৩১ খ্ৰীষ্টাব্দের মে মাসে, গবর্ণর-জেনারেলের এজেণ্ট, মিষ্টার ক্লার্ক, লাহোর-দরবারে উপনীত হন ; সেই সময় উভয় গবর্ণমেণ্টের অভিপ্রায় অনুসারে ঐ বিষয়ে আর এক তৃতীয় সন্ধি নিম্পন্ন হয় ; পণ্য দ্রব্যের পরিমাণ এবং প্রকৃতি অনুসারে কর নিদ্ধারণই এই তৃতীয় সন্ধির উদেশু। এই সন্ধি-সতে আরও নির্দিষ্ট হয়, উভয় গবর্ণমেণ্টের মধ্যে সেই শুন্ধের হার কমাইবার জন্য কেহই পুনরায় আর কোন প্রস্তাব করিতে পরিবেন না । ১৮৯৭ সম্বতের জ্যৈষ্ঠ মাসে ( ১৮৪০ খ্ৰীষ্টাব্দের মে মাসে ) উক্ত এজেণ্ট মিষ্টার ক্লার্ক, অমৃতসরের খালসা দরবারে পুনরায় উপস্থিত হন ; এই সময় গত বৎসরের প্রস্তাবিত পদ্ধতিক্রমে বাণিজ্য বিষয়ে নানা অসুবিধার কথা উল্লিখিত হইয়াছিল। লাণিজ্য-পোত সকল অনুসন্ধানের জন্য তাহাদিগকে আবদ্ধ করা হয় ; বাণিজ্য পোতে বিভিন্ন প্রকারের দ্রব্য বাহিত হওয়ায়, তাহার শুল্ক নির্দেশের অসুবিধার এবং ব্যবসায়িগণের অনভিজ্ঞতা বশতঃ, নানা গোলযোগ ঘটয়া থাকে। স্বতরাং এজেণ্ট উক্ত প্রথার সংস্কার সাধনের প্রস্তাব করিলেন। তিনি জানাইলেন—যদি উভয় গবর্ণমেণ্টের অনুমোদিত হয়, তাহা হইলে,বাণিজ্য দ্রব্যের প্রকৃতি অনুসারে শুদ্ধ স্থির না করিয়া বাণিজ্য-পোতের আকারের অনুপাত অনুসারে কর নিদ্ধরিত হউক । বৃটিশ-গবর্ণমেণ্টকে সকল অবস্থা জ্ঞাপন করিয়া অবশেষে এজেণ্ট, সিন্ধু এবং শতদ্রু নদীর উপর বাণিজ্য পোত পরিচালনা সম্বন্ধে, পোতের আকৃতি অনুসারে, একটি শুন্ধের হার নির্দেশ করিয়া অমৃতসরে দরবারের বিবেচনার জন্য সেই শুদ্ধ-হার নির্দেশের একখণ্ড প্রতিলিপি প্রেরণ করিলেন। প্রতিষ্ঠিত মিত্রতার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক, পূর্ব সন্ধি-পত্রের সত' অনুসারে, কয়েকট ছত্র যোগ করিয়া, দরবার সেই প্রতিলিপিতে শিল মোহর অঙ্কন এবং স্বাক্ষর করিলেন। উভয় গবর্ণমেণ্টের সম্মতি এবং ঐক্যমত ব্যতীত, পরম্পরের স্বার্থ ও সুবিধা বিবেচনায়, কখনও এই সন্ধি-পত্রের আর কোনরূপ প্রতিবাদ, পরিবর্তন বা পার্থক্য সাধিত হইবে না। অমৃতসর, লাহোর এবং অন্যান্ত স্থানে কিংবা খালস রাজ্যের অন্যান্য নদী সম্বন্ধে যে বাণিজ্য-শুদ্ধ নিদ্ধরিত আছে, এই সন্ধি-সর্ত অনুসারে তাহার কোন অন্যথা হইবে না । ১ম সর্ত। শস্ত, কাঠ, পাথুরিয়া চুণ সম্বন্ধে কোনই কর লওয়া হইবে না। ২য় সত । প্রথম সতের লিখিত দ্রব্যগুলি ব্যতীত অন্যান্ত দ্রব্যের শুষ্ক, বাণিজ্য পোতের পরিমাণ অনুসারেই গৃহীত হইবে।