পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪৫ খ্ৰীষ্টাব্দের যুদ্ধ ঘোষণা । ፀፃ অধিকারের সন্নিহিত মহারাজ দলীপ সিংহের অধিকৃত সমূদ্রীয় রাজ্য আজি হইতে বাজেয়াপ্ত এবং বৃটিশ সাম্রাজ্যের অন্তভূক্ত হইল। ঐ সমস্ত প্রদেশের যে সকল জায়গীরদার, জমিদার এবং প্রজাবৰ্গ, বৃটিশ গবর্ণমেণ্টের প্রতি বিশ্বাস ও অঙ্গরাগের পরিচয় প্রদান করিবে, গবর্ণর জেনারেল তাঁহাদের সমস্ত স্বত্ব অক্ষুন্ন রাখিবেন । সর্বসাধারণের শত্রুদিগকে দমনের জন্য এবং দেশে শাস্তি রক্ষার উদ্বেপ্তে, এতদ্বারা বৃটিশ গমণমেণ্ট আশ্রিত রাজ্যের সর্দার ও সামন্তবর্গকে অকপটভাবে সাহায্যের জন্য আহবান করিতেছেন । আপ্রয়দাতার প্রতি আশ্রিত রাজন্যবর্গের যে কতব্য পালন আবশ্বক, তদনুযায়ী বিশ্বাস ও অকুরাগের সহিত, সর্দার ও সামন্তগণ যদি এ ক্ষেত্রে আপনাপন কতব্য পালন করেন, তাহ হইলে, তদ্বারা তাহারা সমূহ লাভবান হইবেন। যাহারা বিপরীতাচরণ করিবে, তাহারা বৃটিশ-গবর্ণমেণ্টের শত্রু বলিয়া গণ্য হইবে, এবং যথাযোগ্য শাস্তি পাইবে । শতদ্রু নদীর পুর্বতীরস্থিত প্রদেশের অধিবাসিবর্গ আপনাপন গ্রামে শাস্তি-স্নখে কালযাপন করিবে,—এতদ্বারা তাহাদিগকে তদ্রুপ অনুমতি করা হইতেছে ; সেরূপ ভাবে অবস্থান করিলে, তাহারা বৃটিশ-গবর্ণমেণ্টের নিকট উপযুক্তরূপ আশ্রয় প্রাপ্ত হইবে । সস্তোষজনক কারণ প্রদর্শন করিতে না পারিলে, অস্ত্রধারী দলবদ্ধ ব্যক্তিগণ শাস্তিভঙ্গকারী বলিয়া, তদনুরূপ শাস্তি প্রাপ্ত হইবে । বৃটিশ-গবর্ণমেণ্টের প্রজাপুঞ্জ এবং শতদ্ৰুনদীর উভয় পার্থে যাহাঁদের সম্পত্তি আছে, তাহারা যদি বৃটিশ-গবর্ণমেণ্টের প্রতি বিশ্বাস ও ভক্তির পরিচয় প্রদান করেন, র্তাহাদের কোন ক্ষতি হইলে বৃটিশ-গবর্ণমেণ্ট সে ক্ষতি পূরণ করিয়া দিবেন ; সেই সকল ব্যক্তির প্রকৃত স্বত্ব ও অধিকার যাহাতে স্বরক্ষিত হয়, তৎপক্ষে বৃটিশ-গবর্ণমেণ্ট চেষ্টা করিবেন। অন্য পক্ষে বৃটিশ গবর্ণমেণ্টের যে সকল প্রজ, লাহোর-গবর্ণমেণ্টের কার্ধে নিযুক্ত আছে, এই ঘোষণা যদি তাহারা অমান্য করে, এবং অবিলম্বে প্রত্যাবৃত্ত হইয়া বৃটিশগবর্ণমেণ্টের আশ্রয়-প্রার্থী না হয়, শতদ্রু নদীর তীরবর্তী তাঁহাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হইবে, এবং তাঁহারা বৃটিশ-গবর্ণমেণ্টের শত্রু ও বিরুদ্ধাচারী বলিয়া প্রতিপন্ন হইবে।