পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ পরিশিষ্ট লাহোরের সহিত ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের প্রথম সন্ধি । ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১ই মার্চ, বৃটিশগবর্ণমেণ্ট এবং লাহোরগবর্ণমেণ্টের মধ্যে, লাহোরে এই সন্ধি নিষ্পন্ন হয় । ১৮০১ খ্ৰীষ্টাব্দে লাহোরের শাসনকতা স্বৰ্গীয় মহারাজ রণজিৎ সিংহের এবং বৃটিশ গবর্ণমেণ্টের মধ্যে মিত্রতা-স্থাপন উদ্দেশ্যে যে সন্ধি হয়, বিগত ডিসেম্বর মাসে শিখ সৈন্যগণ কর্তৃক বিনা কারণে বৃটিশ-রাজ্য আক্রাস্ত হওয়ায়, সেই সন্ধি-সত ভঙ্গ হয় ; সেই হেতু ১৩ই ডিসেম্বরের ঘোষণা প্রচার দ্বারা, শতদ্রু নদীর তীরস্থিত বৃটিশ-সীমানার সন্নিহিত লাহোর-মহারাজের অধিকৃত প্রদেশসমূহ বাজেয়াপ্ত এবং বৃটিশ সাম্রাজ্যের অস্তভূক্ত হইয়াছে; তদবধি উভয় গবর্ণমেণ্টের পরস্পরের মধ্যে যুদ্ধ-বিগ্রহচলিতে থাকে ; এবং সেই যুদ্ধবিগ্রহের ফলে, বৃটিশ-সৈন্য লাহোর অধিকার করিয়াছে। সেই হেতু কতকগুলি সতে এক্ষণে উভয় গবর্ণমেণ্টের মধ্যে পুনরায় সন্ধি স্থাপন স্থিরীকৃত হওয়ায়, অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী এবং মহারাজ দলীপ সিংহ বাহাদুর, তাহার পুত্র, বংশধর, উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্তগণের সহিত, নিম্নলিখিত সতে এই সন্ধি স্থাপিত হইল ; ইষ্ট ইণ্ডিজে (ভারতবর্ষ এবং তৎসংলগ্ন স্থানসমূহে ) সমস্ত কার্যভার নির্বাহের জন্য জনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী কর্তৃক সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত, ব্রিটনেশ্বরী মহারাণী ভিক্টোরিয়ার অনারেবল প্রিভিকেন্সিলের সদস্ত, গবর্ণর জেনারেল রাইট অনারেবল সার হেনরি হার্ডিঞ্জ জি, সি, বি, কর্তৃক নিযুক্ত এবং ক্ষমতাপ্রাপ্ত ফ্রেডারিক কারি, এবং ব্রেভেট মেজর হেনরি মণ্টগোমারি লরেন্স সাহেব, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর পক্ষে সন্ধিসতর্শনিদ্ধারিত করিবার জন্য নিযুক্ত হইলেন ; এবং হিজ হাইনেস মহারাজ দলীপ সিংহের পক্ষে সন্ধি-সত্ত নির্বাহ করিবার সমস্ত ক্ষমতা প্রাপ্ত হইয়া, ভাই রাম সিং, রাজা লাল সিং, সর্দার তেজ সিং, সর্দার ছত্র সিং আতারিওয়ালা, সর্দার রঞ্জোর সিং মজিথিয়া, দেওয়ান দীননাথ এবং ফকির মুরউদ্দীন নিযুক্ত হইলেন। ੀ ਸ਼ਾਂ বৃটিশ গবর্ণমেণ্ট এবং মহারাজ দলীপ সিংহ এবং তাঁহার বংশধরগণ, উত্তরাধিকারী ও স্থলাভিষিক্তগণের মধ্যে চিরকাল শাস্তি ও বন্ধুত্ব রক্ষিত হইবে। ২য় সতর্ণ। শতদ্রু নদীর দক্ষিণ প্রদেশে মহারাজের যে সকল সম্পত্তি আছে, মহারাজ স্বয়ং, র্তাহার বংশধরগণ, উত্তরাধিকারী ও স্থলাভিষিক্তগণ তৎসংক্রান্ত সমস্ত