পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪৫ খ্ৰীষ্টাব্দের সদ্ধি ԳԾ হইয়া, অপরের কার্যে প্রবৃত্ত হওয়ায়, ঐ সকল সৈন্য পোষণের জন্য বৃটিশ গবর্ণমেন্টের যে অতিরিক্ত ব্যয় হইবে, লাহোর গবর্ণমেণ্ট সে ব্যয়ভার বহন করিবেন। ৩য় সত"। যথালিখিত সত' অনুসারে শিখ সৈন্যদলের সংস্কার সাধনকল্পে লাহোর গবর্ণমেণ্ট অবিলম্বে একান্ত মনে চেষ্টা করিবেন। সৈন্য সংস্কার এবং সৈন্যদিগের অবস্থান সম্বন্ধে, লাহোর-গবর্ণমেণ্ট কতদূর অগ্রসর হন, লাহোরে যে সকল বৃটিশ-কর্মচারী থাকিবেন, তাহাদিগকে তৎসমুদ্রায় বিবরণ জ্ঞাপন করা হইবে। ৪র্থ সত। পূর্বোক্ত সতে'র কোন বিধান যদি লাহোর গবর্ণমেণ্ট পালন করিতে অপারগ হন, তাহা হইলে, প্রথম সতে লিখিত নির্দিষ্ট সময় অতিবাহিত হইবার পূর্বেই, যে কোন সময়ে, বৃটিশ-গবর্ণমেণ্ট লাহোর হইতে সৈন্যদল উঠাইয়া লইতে পারিবেন। ৫ম সত। ১ই মার্চের সন্ধি-পত্রের তৃতীয় এবং চতুর্থ সতক্রমে, মহারাজের নিকট হইতে প্রাপ্ত বৃটিশ-গবর্ণমেণ্টের রাজ্যের মধ্যে যে সকল জায়গীরদার, স্বৰ্গীয় মহারাজ রণজিৎ সিং, খড়গ সিং এবং শের সিংহের পরিবারের অন্তভূক্ত, র্তাহাদের ন্যাস্য স্বত্ব বৃটিশ-গবর্ণমেণ্ট সর্বদা সসম্মানে স্বীকার করিবেন ; সেই সকল জায়গীরদার তাহাঙ্গের জীবন কাল পর্যন্ত সকল সত্বে স্বত্ববান থাকিবেন, এবং বৃটিশ-গবর্ণমেণ্ট তাহাঙ্গের সেই ন্যায্য স্বত্ব রক্ষার জন্য চেষ্টা করিবেন। ৬ষ্ঠ সত। লাহোর সন্ধির তৃতীয় ও চতুর্থ সত' অনুসারে বৃটিশ-গবর্ণমেণ্ট যে সকল রাজ্য প্রাপ্ত হইয়াছেন, সেই সকল রাজ্যের করদার এবং ম্যানেজারদিগের নিকট লাহোর গবর্ণমেণ্টের যে বাকী খাজনা পাওনা আছে, বত'মান বর্ষের (অর্থাৎ ১৯০২ বিক্রমজিৎ সম্বতের ) “খারিফ" শস্ত উৎপত্তির সময় পর্যস্ত, সেই রাজস্ব আদায় পক্ষে স্থানীয় বৃটিশ কর্মচারিগণ লাহোর-গবর্ণমেণ্টকে যথাসাধ্য সহায়তা করিবেন। ৭ম সত। পূর্বোক্ত সতের লিখিত প্রদেশের দুর্গসমূহ হইতে কামান ব্যতীত আর সর্বপ্রকার ধনসম্পত্তি লাহোর গবর্ণমেণ্ট স্বেচ্ছাক্রমে স্থানান্তরিত করিতে পারিবেন। সেই সকল সম্পত্তির কোন অংশ বুটশ গবর্ণমেণ্ট যদি দখলে রাখিবার ইচ্ছা প্রকাশ করেন, তাহা হইলে, তাহার উচিত মূল্য লাহোর গবর্ণমেন্ট প্রাপ্ত হইবেন ; যে সকল সম্পত্তি লাহোর গবর্ণমেণ্ট স্থানান্তরিত করিতে ইচ্ছুক নহেন, অথচ বৃটিশ কর্মচারিগণেরও তাহ দখল করার আবগুক নাই, তদ্রুপ সম্পত্তির স্থব্যবস্থার জন্য, বৃটিশ কর্মচারিগণ লাহোর গবর্ণমেণ্টকে যথাসাধ্য সহায়তা করিবেন। ৮ম সত'। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ৯ই মার্চ লাহোর সন্ধির চতুর্থ সত অনুসারে উভয় রাজ্যের সীমা নির্দেশ জন্য, উভয় গবর্ণমেণ্ট কর্তৃক অবিলম্বে কমিশনার নিযুক্ত হইবে।