পাতা:শিখ-ইতিহাস.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o শিখ ইতিহাস লুদাক এবং ক্ষুদ্র তিব্বত নামক সিন্ধুনদের উচ্চতর উপত্যক ভূমিখণ্ডে ভূটি’ বংশই প্রধান এবং আদিম অধিবাসী। ইহারা প্রবল পরাক্রান্ত বিভিন্ন সম্প্রদায়ের "তাতার জাতির শাখা বিশেষ। ইতিহাস-প্রসিদ্ধ এই সিন্ধুনদের অধঃপ্রদেশে অথবা গিলগিট ও চুলাস নামক স্থানে, 'দাশ' (Durdoos ) এবং দাঙ্ঘায়ুস’ ( Dunghers ) নামক ভিন্ন ভিন্ন জাতির ধ্বংসাবশেষ এখনও বর্তমান রহিয়াছে । ইসকারডো এবং গিলগিট উভয় স্থানেই এক মিশ্রিত জাতি দেখিতে পাওয়া যায় ; তাহারা ‘পামের এবং ‘কাশকর প্রভৃতি বন্যপ্রদেশস্থ অসভ্য টুর্কম্যান’ সম্প্রদায়ের অন্তর্গত। কাশ্মীরের অধিবাসিগণ সময়ে সময়ে উত্তর, দক্ষিণ ও পশ্চিম হইতে প্রত্যাগত ভিন্ন ভিন্ন জাতির সহিত মিশ্রিত হইয়াছে। কিন্তু তাঁহাদের ভাষা হিন্দুস্থানী ; এবং তাহারা মুসলমান-ধমাবলম্বী। ‘তাতার জাতির সহিত নিকট সম্বন্ধ হেতু আদিম ‘কুশ’ অথবা ‘কচ’ জাতির আচার-ব্যবহারে কিঞ্চিৎ পরিবর্তন সংঘটিত হইয়াছে । কাশ্মীর হইতে সিন্ধুণদের পশ্চিম দিকম্ব পার্বত্য প্রদেশে ‘কাক্কা এবং বুম্বা’ জাতি বাস করে ; তাহাদের বিশেষ কোন পরিচয় পাওয়া যায় না। সিন্ধুর নিকটবর্তী স্থান সমূহে ইউসফজাই’ (Eusofzaces ) এবং অন্যান্ত বহুসংখক আফগান জাতি উপনিবেশ স্থাপন করিয়াছে। এতদ্ভিন্ন অন্যান্য নির্জন উপত্যকাসমূহেও বহুসংখক ‘গুজার’ জাতি বসবাস করে। এই গুজার’ জাতির ঐতিহাসিক তথ্য এখনও নির্ণীত হয় নাই ; ইহারা আরব দেশীয় সৈয়দ দিগের অথবা "আফগান' এবং টুৰ্কমান জাতীয় রাজাদিগের প্রজা বিশেষ । কাশ্মীরের দক্ষিণ বিতস্তা নদীর পশ্চিম হইতে সিন্ধুতীরন্থ আটক ও কালবাগ পৰ্য্যস্ত পার্বত্য প্রদেশে ‘গুকার’, ‘গুজের', 'খাটির’, ‘আওয়ান’ এবং "জাদু প্রভৃতি বহু জাতি দেখিতে পাওয়া যায়। এই সম্প্রদায়-সমষ্টি সময়ে সময়ে হিন্দুজাতির সহিত মিশ্রিত হইয়া তাহাঁদের ভাষা, ভাব ও প্রকৃতি প্রাপ্ত হইয়াছে। ইহাদের মধ্যে আবার ‘জুঞ্জ'-প্রধানতঃ গুকার জাতি, তত্ৰত্য স্থানে বিশেষ সম্রমশালী। পেশোয়ার এবং তৎপার্শ্ববর্তী চতুর্দিকস্থ পার্বত্য প্রদেশে বিভিন্ন সম্প্রদায়ের আফগান জাতি বাস করে ; ইহাদের মধ্যে উত্তর ও পশ্চিম প্রদেশস্থ ইউসফজাই’ ও ‘মুমণ্ডগণ, মধ্যপ্রদেশস্থ ‘কুলিল ও অপরাপর সম্প্রদায়, এবং দক্ষিণ ও পূর্বদেশন্থ "আফ্রিদি’ ‘খুটুক' প্রভৃতি উল্লেখযোগ্য। কোহাটের দক্ষিণবর্তী পর্বত সমূহে এবং টাও ও বায় প্রদেশে অবিমিশ্র অসংখ্য আফগান জাতি বাস করে ; পশুপালক "জিরি প্রভৃতি তন্মধ্যে প্রধান । এই প্রদেশে আর এক শ্রেণীর কৃষক জাতি দেখিতে পাওয়া যায় ; তাহারা এই আফগান জাতির বংশধর বলিয়া পরিচিত। বস্তুতঃ সিন্ধু নদের উভয় পার্শ্বস্থিত পর্বতমালার এক একটী উপত্যকায় এক একটী স্বতন্ত্র জাতি বাস করে ; তাঁহাদের কার্য্যকলাপ, ভাষা, রীতি-নীতি, আচার-ব্যবহার—সকলই পরম্পর বিভিন্ন। সাধারণত দেখা যায়, পূর্ববর্ণিত নিস্তেজ আদিম ‘া জাতি, একদিকে আফগান ও অন্যদিকে তুর্কমান কর্তৃক প্রায়শঃই উৎপীড়িত হইত। - **