পাতা:শিখ-ইতিহাস.djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊԾ পরিশিষ্ট প্রতিজ্ঞাবদ্ধ হইতেছেন । যাহাঁতে এ বিষয়ের পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ অনুসন্ধান হয়, বৃটিশ এজেন্ট ভবিষয়ে গবর্ণমেণ্টকে অঙ্গীকার করাইয়া লইয়াছিলেন। শেখ ইমাম উদ্দীন যে অভিযোগ উপস্থিত করেন, প্রকাগুভাবে তাহার অনুসন্ধান হইয়ছিল। অনুসন্ধানে সম্পূর্ণরূপে প্রতিপন্ন হয়,- মহারাজ গোলাপ সিংহ কাশ্মীর প্রদেশ অধিকার করিতে যাইলে, শেখ ইমাম উদ্দীন তাহাকে যে বাধা দিয়াছিলেন, রাজা লাল সিংহের গুপ্ত উত্তেজনাই তাঁহার মূলীভূত । অতঃপর অবিলম্বে উজীর রাজা লাল সিংহকে পদচ্যুত করিয়া বৃটিশ প্রদেশে নির্বাসিত করিবার জন্য, গবর্ণর জেনারেল লাহোর-ষ্টেটের সামন্তবর্গের প্রতি আদেশ প্রচার করিয়াছিলেন । উজীর লাল সিং গুপ্ত ষড়যন্ত্র ও চক্রান্ত করিয়া সন্ধির সত ভঙ্গ করিয়াছেন, তাহার প্রায়শ্চিত্ত স্বরূপ রাজা লাল সিং পদচ্যুত হইলে, গবর্ণর জেনারেল তাহাতে স্বীকৃত ছিলেন। উজীর লাল সিংহের কার্যে দরবারের অন্যান্য সদস্তদিগের যে যোগাযোগ ছিল না, তাহারও কোন প্রমাণ পাওয়া যায় নাই ; কাশ্মীরের বিদ্রোহদমন কল্পে এবং সন্ধিসত" পরিপালনের বাধা দূর করিতে, শিখ-সৈন্যদলের এবং সর্দারগণের ব্যবহারে প্রতিপন্ন হুইয়াছে যে, উজীর লাল সিংহের অপকম্মে"র সহিত সমস্ত শিখ-জাতি লিপ্ত নহে। মন্ত্রিগণ এবং সামন্তগণ একবাক্যে উজীর লাল সিংহের পদচ্যুতি বিষয়ে সম্মত হইয়াছিলেন এবং অবিলম্বে তাহ কার্যে পরিণত করিয়াছিলেন। লাহোরের শাসন সংক্রাস্ত বিধি-ব্যবস্থা সম্বন্ধে দরবারের অবশিষ্ট সদস্তগণ সমস্ত সর্দার এবং সামন্তগণের সহিত একমত হইয়া, কয়েক দিনের পরামর্শর পর স্থির করিয়াছেন যে, মহারাজ দলীপ সিংহের অপ্রাপ্ত ব্যবহারকালে র্তাহার রক্ষার জন্য এবং রাজ্যের স্বশাসন কল্পে বৃটিশ-গবর্ণমেণ্টের সাহায্য এবং মধ্যস্থতা প্রার্থনীয়। দরবারের এবং সামস্তগণের সেই প্রার্থনা অনুসারে বর্তমান বর্ষের ১ই মার্চ তারিখে লাহোরে বৃটিশ গবরমেন্টের সহিত লাহোর গবরমেন্টর যে সন্ধি হইয়াছিল, এক্ষণে তাহার কিছু সাময়িক পরিবর্তন আবগুক হইয়াছে । সেই পরিবর্তনের নিয়ম এবং সর্ত নিম্নলিখিত চুক্তিপত্রে লিখিত হইল। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১৬ই ডিসেম্বর বৃটিশ গবর্ণমেণ্ট এবং লাহোর-দরবারের মধ্যে এই চুক্তিপত্রের Ö সর্তসমূহ ধার্য হয়। লাহোর দরবার এবং রাজ্যের প্রধান প্রধান সামন্তগণ ও সর্দারগণ স্পষ্ট ভাষায় বৃটিশ গবর্ণমেণ্টকে জানাইয়াছেন যে, মহারাজ দলীপ সিংহের অপ্রাপ্ত ব্যবহারকালে, লাহোর রাজ্যের শাসন-সংরক্ষণের স্বব্যবস্থার জন্য, তাহারা গবর্ণর জেনারেলের সহায়তা ও