পাতা:শিখ-ইতিহাস.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)ఆ শিখ ইতিহাস যুদ্ধাস্তে কৃষিকাৰ্য্য করিতে সমভাবে অভ্যস্ত। তাহারা ভারতবর্ষের অন্যান্য কৃষকশ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। যমুনাতীরবর্তী স্থান-সমূহে তাহাদের প্রাধান্ত সহজেই উপলব্ধি হয় ; ভরতপুর তাহদের ক্ষমতার সাক্ষ্য প্রদান করিতেছে। শতদ্রুর তীরবর্তী প্রদেশ সমূহে ধর্ম-সংস্কার ও রাজনৈতিক উন্নতির ফলে, এক অভিনব শক্তির সাহায্যে তাহারা নূতন বলে বলীয়ান ; :তাহাদের কার্য্যশীলতা এবং ক্ষিপ্রকারিতা বহুল পরিমাণে বিকাশ প্রাপ্ত হইয়াছে ; এক্ষণে তাহারা স্বার্থসিদ্ধির জন্য দ্বিগুণ সাহসে সাহসী ॥১২ যদিও ‘রাইনি’, ‘মালি', এবং অন্যান্য কয়েকটা সম্প্রদায়ের ব্যক্তিগণ জাঠগণের ন্যায় সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ নহে, তথাপি পরিমিতাচার এবং পরিশ্রম প্রভৃতি কয়েকটা বিষয়ে, তাহার ‘জাঠ’ জাতি অপেক্ষ কোন অংশে নিকৃষ্ট নহে। রাজপুত জাতি সাধারণতঃ সাহসী বলিয়া সর্বত্র বিখ্যাত। একই সম্প্রদায়ের রাজপুতগণ বহুল পরিমাণে একত্র বাস করে । কি হিন্দু, কি মুসলমান,—উভয় ধর্মাবলম্বী 'গুজার জাতিই কৃষিকাৰ্য্য অপেক্ষা পশুপালন কাৰ্য্যই শ্রেষ্ঠতর বলিয়া মনে করে, এবং 'গুজারীগণ সর্বত্রই পশুপালক সম্প্রদায়ভুক্ত। বেলুচিগণ বহুদিনের অধিকৃত স্থানসমূহেও যত্বপূর্বক চাষ আবাদ করে না। পার্বতীয়গণ স্বভাবতঃই কলহপ্রিয় এবং দক্ষ্যস্বভাবাপন্ন। তাহারা উষ্ট্র প্রতিপালন করিয়া প্রধানতঃ জীবনাতিবাহিত করে, এবং উইদল পরিচালক-রূপে ভারতবর্ষের সমগ্র উত্তর-খণ্ডে পরিভ্রমণ করত জীবিকা নির্বাহ করিয়া থাকে । আফগানজাতিও এক্ষণে কৃষিকার্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছে। যদবধি তাহারা ভারতবর্ষে আসিয়া নির্বিঘ্নে শাস্তি স্থাপন করিয়া বাস করিতে সমর্থ হইয়াছে, অথবা যে সময় হইতে তাহারা স্বদেশে নিরাপদে বাস করিতে শিখিয়াছে, তখন হইতেই তাহারা কৃষিকার্যে বিশেষ উন্নতিশীল। কিন্তু তাহারা বেলুচি অপেক্ষাও অধিকতর কলহপ্রিয় ; এই কারণে সর্বত্রই বেতনভোগী আফগান সৈন্য দেখিতে পাওয়া যায়। বস্তুত এই উভয় জাতিই আপন আপন দেশে দস্থ্যদল হইতে কতকাংশে শ্রেষ্ঠ ও উন্নত। বিধর্মীর প্রতি তাঁহাদের অত্যাচার প্রধানতঃ ধর্মের নামেই সমহিত হয় ; ধর্মের নামেই তাহারা অন্যের বিরুদ্ধে শত্ৰুতাচরণ অথবা শত্রুর বিরুদ্ধে অস্ত্ৰধারণ করে ; এবং সমধর্মাবলম্বী সকলেই একত্রিত হইয়া পরস্পরের সাহায্য করিতে সমর্থ হইয়া থাকে। নগর ও সহরের ‘ক্ষত্রিয়’ ও ‘উরোরাগণ বণিকদিগের ন্যায় অধ্যবসায়শীল এবং ব্যবসায়ীর ন্যায় মিতাচারী ; তাহারাই দেশের প্রধান রাজস্বসচিব এবং ধনাধ্যক্ষ । ক্ষত্রিয়গণ এক সময়ে রাজপদে প্রতিষ্ঠিত ছিল ; এখনও তাহদের আস্তরে সময়ে সময়ে সেই বীরোচিত পুরাতন স্মৃতি জাগিয়া উঠে, এবং তাহারা দক্ষতার সহিত ১২ । তালুকদার ( জায়গীরদার ), কি পূর্বতন খরিদদার, রাজস্ব আদায় করিতে অসমর্থ হইলে, মালেকী গ্ৰী বিক্রয়ের যে ইংরাজী প্রথা প্রচলিত আছে, সেই প্রথানুসারে উত্তর ভারতের জাঠজাতি ক্রমশঃ অধিকাংশ জমি দখল করিতেছে,—এ কথা আমি উত্তর-পশ্চিম প্রদেশের ছোটলাট মঃ টমসনের নিকট অবগত হইয়াছি। সাধারণতঃ শুনিতে পাওয়া যায় যে, কোন জাঠ ৫০ টাকা জমাইতে পারিলে, তাহা বিবাহাদি বৃথা আমোদ-প্রমোদে ব্যয় না করির ঐ টাকা দ্বারা একটি কূপ খনন কিংবা একজোড় वृणण यन्न कब्रिग्नी षां८क ।