পাতা:শিখ-ইতিহাস.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● শিখ-ইতিহাস আগ্রহ প্রকাশ করিতেছে ১৬ কিন্তু অন্য পক্ষে আবার সাধারণ হিন্দুগণ কয়েক বৎসর হইতে ধর্মপ্রচার করিতে আরম্ভ করিয়াছে। যদিও হিন্দুগণের সংখ্যা এখনও হ্রাস হয় নাই, তথাপি শাস্ত্রজ্ঞান-সম্বন্ধে ব্রাহ্মণদিগের সে প্রভাব আর নাই। গোসাঞি ও গার্হস্থ্য-ধর্মাবলম্বী সাধুগণ, ব্রাহ্মণের প্রাধান্য অনেকাংশে অধিকার করিয়াছে। শিখজাতি এখন প্রধানত: তাহাদের অধিকৃত স্থানসমূহে তত্ৰত অধিবাসীদিগকে শিখধর্মে দীক্ষিত করিতেছে ; কারণ, প্রবল পরাক্রান্ত ইংরেজ কর্তৃক বাধা প্রাপ্ত হওয়ায়, শিখগণ আধিপত্য বিস্তার করিতে সমর্থ হয় নাই, এবং তজ্জন্তই যমুনা ও গঙ্গার নিকটবর্তী জীঠ’গণ পুরাতন পৌত্তলিক ধর্মেরই উপাসনা করিতেছে। ১৬। গঙদিগের রাজ্য অপহরণ করিয়া মধ্য ভারতের ভূপালী রাজ্যের অর্ধাংশ প্রতিষ্ঠিত হইয়াছে । সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এই গণ্ডগণ বলপ্রয়োগ দ্বারা পশ্চিমদিকে উপনিবেশ স্থাপন করিয়াছিল। জারঙ্গজেবের বহু চেষ্টা সত্বেও ইহার হোসঙ্গাবাদের পাশ্ববতী নর্মদ তীরন্থ স্থানসমূহে আপনাদিগের প্রাধান্ত স্থাপন করিয়াছিল। তথায় বহুকাল রাজত্ব করিবার পর, একজন আফগান জাতীয় আক্রমণকারী, রাজ্যধ্বংসের সূচনা পাইয়া, তাহাদিগকে পরাস্ত করিয়া রাজ্য অধিকার করিয়া লয়। সেই আফগান, পরাজিত জাতির কতকগুলিকে বলপ্রয়োগ দ্বারা অথবা জায়গীর প্রদান করিয়া স্বধর্মে দীক্ষিত BBBBB BBBB BBBB BBB BBBB BBBB BB BBBBB BBB BBBBS এক্ষণে নর্মদার উভয় পার্শ্বস্থ ক্ষুদ্র ক্ষুদ্র জমিদারীতে কতকগুলি মুসলমান ধর্মাবলম্বী 'ও' পরিবার দেখিতে পাওয়া যায়। হিন্দুধর্মাবলম্বী গওগণ অপেক্ষ ইহার জাতীয় কুসংস্কার পরিত্যাগ করিয়াছে।