পাতা:শিখ-ইতিহাস.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( iii ) ইতিহাসে সেই সময়টি বিশেষ প্রসিদ্ধ। নানা অবস্থায় সকল সম্প্রদায়ের সহিত গ্রন্থকারের বিশেষ মেশামিশি হইয়াছিল। সে সময়ে সীমান্ত প্রদেশ সংক্রান্ত সমস্ত কাগজ পত্র তিনি যথেচ্ছাভাবে দেখিবার স্ববিধা পাইয়াছিলেন। ১৮৪৪ খ্ৰীষ্টাব্দে শতক নদীর পার্শ্ববর্তী প্রদেশের সহিত বৃটিশ গবর্ণমেণ্টের সম্বন্ধ বিষয়ে এবং প্রধানতঃ পঞ্জীবের সামরিক শক্তি-সামর্থ সম্বন্ধ একটি বিবরণী লিখিবার ভার গ্রন্থকারের উপর অর্পিত হয়। সেই সময়ে এই ইতিহাস লিখিবার কল্পনা গ্রন্থকারের মনে উদয় হইয়াছিল ; তিনি বুঝিতে পারিয়াছিলেন, ঐ ইতিহাস রচনার উপাদান তিনি প্রাপ্ত হইয়াছেন । গ্রন্থকার এক্ষণে সেই ইতিহাস সাধারণের সমক্ষে উপস্থিত করিতেছেন। মালব দেশে গ্রন্থকারের অবস্থিতি অনেকাংশে গ্রন্থকারের পক্ষে শুভসূচক হইয়াছিল। এই সময়েই গ্রন্থকার এই গ্রন্থ রচনার স্ববিধ প্রাপ্ত হন ; মধ্যভারতের ভিন্ন ভিন্ন স্থানে যে সকল শিখ যোদ্ধজাতি উপনিবেশ স্থাপন করিয়াছিল, তাহদের প্রকৃতি ও পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা লাভের পক্ষেও এই সময়েই গ্রন্থকারের অবসর হইয়াছিল। সিহোর, ভূপাল। ১ই ডিসেম্বর, ১৮৪৮