পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- -- আমরা ভাল কথায় ইহাকে বঙ্গদেশই বলিয়া থাকি। কিন্তু চলিত কথায় বাঙ্গলা বা বাঙ্গালা বলা হয়। বাঙ্গলা নামটিই আমরা প্রায়-ই বাবহার করি, সেইজন্য তোমাদিগকে বাঙ্গলার কথা শুনাইতেছি। কুরুক্ষেত্রে বাঙ্গালী বঙ্গ লা বাঙ্গলার কথা অনেক প্রাচীন গ্রন্থে দেখিতে পাওয়া যায়। বেদ, রামায়ণ, মহাভারত ও পুরাণাদিতে ইহার উল্লেখ আছে। মহাভারতে বঙ্গের কথা বিশেষ ভাবেই জানা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তোমাদের নিশ্চয়ই জানা আছে। কুরুপণ্ডব বা দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে রাজা লইয়া যে ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল, তাহাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলে। কুরুক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ হইয়াছিল বলিয়া তাহার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। তোমরা শুনিয়া আশ্চর্যা বোধ করিলে যে, এই যুদ্ধে লাঙ্গালীরা উপস্থিত থাকিয়া অসীম পরাক্রম প্রকাশ করিয়াছিলেন। বঙ্গ, পুণ্ড, তামলিপ্তের বীরগণ প্রাণপণে কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়াছিলেন। সে সময়ে বঙ্গরাজার অসংখ্য হস্তী ছিল, সেই সমস্ত হস্তী ভাল করিয়া যুদ্ধ করিতে পারিষ্ঠ । বঙ্গরাজ সেই সমস্ত হস্তী লইয়া কুরুক্ষেত্রে উপস্থিত হইয়াছিলেন। তিনি কৌরব অর্থাৎ দুর্য্যোধনের পক্ষ অবলম্বন করিয়াছিলেন। ছর্যোধনের সেনাপতি ভীষ্ম, দ্রোণ, কর্ণের অধীনে পাগুবদিগের সহিত যুদ্ধ করিয়া বঙ্গরাজ অবশেষে সমরক্ষেত্রে জীবন বিসর্জন দেন। সমুদ্রসেন বঙ্গদেশের আর একজন রাজা ছিলেন, তিনি এবং তাহার পুত্র চন্দ্রসেন এই যুদ্ধে যোগদান করিয়াছিলেন। ইহারা অনেক অশ্বারোহী সৈন্য লইয়া পাণ্ডৰ পক্ষ অবলম্বন করেন। F. 7–34 ساحم محیه ای-brیه حماسه دههاه

  • ाँव्यम्कनॉन्ज्ञ ब्कeयh

ভীম, অৰ্জ্জুনের অধীনে কৌরবদিগের সহিত যুদ্ধ করিয়া বঙ্গরাজের স্যায় ইহারাও প্রাণদান করিয়াছিলেন। বঙ্গরাজ, সমুদ্রসেন, চন্দ্রসেনের স্বায় অনেক বঙ্গ, পুণ্ড, ও তাম্রলিপ্তির বীরপুরুষ এই ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ-বিসর্জন দিয়া বাঙ্গালীর নাম অক্ষয় করিয়া গিয়াছেন। যে কুরুক্ষেত্রের যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের একটা স্বপ্রসিদ্ধ ঘটনা তাহার সঙ্গিত বাঙ্গালীর বিশেষ সম্বন্ধ থাকায় বাঙ্গালী মাত্রেই যে গৌরব অনুভব করিপে তাহাতে সন্দেহ নাই। দ্বিতীয় বাসুদেব তোমরা শ্রীকৃষ্ণের কথা অবশ্যই জান । তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অৰ্জ্জুনের সারথি হইয়াছিলেন। বহুদেবের পুত্র বলিয়া শ্রীকৃষ্ণকে বাসুদেব বলা হইত। তাহার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি পৌণ্ড দেশের রাজা, তিনিও বাহুদেব নাম ধারণ করিয়াছিলেন। পৌণ্ড বাসুদেব একসময়ে বঙ্গ অধিকার করিয়া লইয়াছিলেন। মগধ বা বিহার দেশের রাজা জরাসন্ধের সহিত যোগ দিয়া তিনি অত্যন্ত প্রবল হইয়া উঠেন। এবং শ্রীকৃষ্ণের বিপক্ষতা আচরণ করিতে প্রবৃত্ত হন। জরাসন্ধ ভীমের হাতে নিহত হইয়াছিলেন, কিন্তু পৌণ্ড, বাসুদেব অনেক সৈন্যসামন্ত লইয়া শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা আক্রমণ করেন। ইহার সহিত আর একজন বীর যোগ দিয়াছিলেন, তাহার নাম একলবা । একলব্য নিষাদ নামে হীন জাতিতে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের চীন জাতিদিগকে যুদ্ধ শিক্ষা দিতেন না। এইজন্য কুরু-পাণ্ডবদিগের যুদ্ধ বিদ্যার শিক্ষক ব্রাহ্মণ দ্রোণাচাৰ্য্য একলব্যকে অস্ত্রশিক্ষা