পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

দুষ্টু

তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!
মিত্তিরদের কালু নীলু
ভারি ঠাণ্ড ক'ভাই!
যতীশ ভালো, সতীশ ভালো,
ন্যাড়া নবীন ভালো—
তুমি বল, ওরাই কেমন
ঘর করে রয় আলো।
মাখনবাবুর দুটি ছেলে
দুষ্টু তো নয় কেউ—
গেটে তাদের কুকুর বাঁধা
করতেছে ঘেউ-ঘেউ—
পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে
দত্তপাড়ার গবাই—
তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!

৫৬