পাতা:শেষ প্রশ্ন.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ぬb* বড়। তাই তো তাড়াতাড়ি আপনাকে বসিয়ে দিয়েছি অজিত বাবু। এই বলিয়া সে একটু থামিয়া কহিল, আর এ সব মাছ-মাংসের কাও । আমি তো খাইনে । , কিন্তু কি খাবেন আপনি ? ঐ যে এই বলিয়া সে দুরে এনামেলের বাটিতে ঢাকা একটা বস্তু হাত দিয়া দেখাইয়া কহিল, ওর মধ্যে আমার চাল ডাল আর আলু সেদ্ধ হয়ে আছে। ঐ আমার রাজভোগ । | এ বিষয়ে অজিতের কৌতুহল নিবৃত্তি হইলনা, কিন্তু তাহার সঙ্কোচে বাধিল । পাছে সৈ দারিদ্র্যের উল্লেখ করে, এই আশঙ্কীয় সে অন্য কথা পাড়িল, কহিল, আপনাকে দেখে প্রথম থেকেই আমার কি যে বিস্ময় লেগেছিল তা বলতে পারিনে । কমল হাসিয়া ফেলিয়া কহিল, সে তো আমার রূপ। কিন্তু সেও হার মেনেছে অক্ষয় বাবুর কাছে। তাকে পরাস্ত করতে পারেনি। অজিত লজ্জা পাইয়াও হাসিল, কহিল, বোধ হয় না । তিনি গোলকুণ্ডার মাণিক। র্তার গায়ে আঁচড় পড়েনা । কিন্তু সবচেয়ে বিস্ময় লেগেছিল আপনার কথা শুনে। হঠাৎ যেন ধৈর্য্য থাকেনা,— রাগ হয়। মনে হয় কোন সত্যকেই যেন আপনি আমল দিতে চান্না । হাত বাড়িয়ে পথ আগলানোই যেন আপনার স্বভাব । (t. কমল হয়ত ক্ষুন্ন হইল। বলিল, তা হবে । কিন্তু আমার চেয়েও বড় বিস্ময় সেখানে ছিল,—সে আর একটা দিক। যেমন বিপুল দেহ, তেমন বিরাট শাস্তি। ধৈর্কের যেম হিমগিরি। উত্তাপের বাষ্পও সেখানে পেীয়ে না । ইচ্ছে হয়, আমি যদি তায় যেয়ে হোতাম । , কথাটি অজিতের অত্যন্ত ভাল লাগিল। * অাণ্ডবাবুকে সে অন্তরের