পাতা:শেষ প্রশ্ন.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন وی مهند প্রশ্নের যে কোন অর্থ নাই তাহা উচ্চারণ করিবামাত্র তিনি নিজেই টের পাইলেন । f কমল একখানা চৌকি টানিয়া লইয়া দুরে বসিতে যাইতেছিল, তিনি তাহা হইতে দিলেননা, বলিলেন, ওখানে নয় মা, তুমি আমার খুব কাছে এসে বোসো । এই বলিয়া তাহাকে একান্ত সন্নিকটে আকর্ষণ করিয়া বললেন, এমন হঠাৎ যে কমল ? ի কমল কহিল, আজ ভারি ইচ্ছে হ’ল আপনাকে একবার দেখে আসি,—তাই চলে এলাম । আশুবাবু প্রত্যুত্তরে শুধু কহিলেন, বেশ করেণে। কিন্তু ইহার অধিক আর কিছু বলিতে পারিলেন না। অন্যান্য সকলের মতো তিনিও জানেন এদেশে কমলের সঙ্গী সার্থী নাই, কেহ তাহাকে চাহেনা, কাহারও বাটীতে তাহার যাইবার অধিকার নাই,—নিতান্ত নিঃসঙ্গ জীবনই এই মেয়েটিকে অতিবাহিত করিতে হয়, তথাপি এমন কথাও র্তাহার মুখ দিয়া বাহির হইল না,—কমল, তোমার যখন খুসি স্বচ্ছন্দে আসিয়ো । আর যাহার কাছেই হোকৃ, আমার কাছে তোমার কোন সঙ্কোচ নাই। ইহার পরে বোধ করি কথার অভাবেই তিনি মিনিট দুই তিন কেমন একপ্রকার অন্যমনস্কের মত মৌন হইয়া রহিলেন। র্তাহার হাতের কাগজগুলা নীচে খসিয়া পড়িতে কমল হেঁট হইয়া তুলিয়া দিয়া কহিল, আপনি পড়ছিলেন, আমি অসময়ে এসে বোধ হয় বিস্ত্র কোরলাম । আগুৱাবু বলিলেন, না। প্লড়া আমার হয়ে গেছে । যেটুকু বাকি আছে তা না পড়কে চলে—পড়বার ইচ্ছেও নেই। একটুখানি থামিয়া বলুন্নে, তাছাড়া তুমি চলে গেলে আমাকে,একলা থাকতেই তো হবে, তার চেয়ে বোসে দু’টো গল্প করে আমি শুনি ।