পাতা:শেষ প্রশ্ন.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ (ζ শেষ প্রশ্ন চেনা যাবে। আর আপনারা র্যাকে ভগবান বলেন তিনিও চিনতে পারবেন, তার ভুল হবে না। \ অক্ষয় উপহাসে মুখ কঠিন করিয়া বলিল, ভগবানু শুধু আমাদের ? আপনার নয় ? কমল উত্তর দিল, না । অক্ষয় বলিল, এ শুধু শিবনাথের প্রতিধ্বনি, শেখানো বুলি ! হরেন্দ্ৰ কহিল, ব্রুট P দেখুন হরেন্দ্র বাবু— দেখেচি । ་ཊརྩེ་ | _ আশুবাবু সহসা যেন স্বপ্নোখিতের ন্যায় জাগিয়া উঠিলেন। কহিলেন, দ্যাখে কমল, অপরের কথা বলিতে চাইনে, কিন্তু, আমাদের ভারতীয় বৈশিষ্ট্য শুধু কথার কথা নয়। এ যাওয়া যে কৰ্তবড় ক্ষতি তুরি পরিমাণ করা দুঃসাধ্য। কত ধৰ্ম্ম, কত আদর্শ, কত পুরাণ, ইতিহাস, কাব্য, উপাখ্যান, শিল্প,—কত অমূল্য সম্পদ এই বৈশিষ্ট্যকে আশ্রয় করেই তো আজও জীবিত আছে। এর কিছুই তো তাহলে থাকৃবেন ? কমল কহিল, থাকৃবার জন্যেই বা এত ব্যাকুলতা কেন ? যা’ যাবার নয় তা’ যাবেনা। মানুষের প্রয়োজনে আবার তারা নতুন রূপ, নতুন সৌন্দর্য্য, নতুন মূল্য নিয়ে দেখা দেবে। সেই হবে তাদের সত্যিকার পরিচয়। নইলে বহুদিন ধরে কিছু একটা আছে বলেই তাকে আরও বহুদিন আগলে রাখতে হবে এ কেমন কথা ? অক্ষয় বলিলেন, সে বোঝবার শক্তিনেই আপনার হরেন্দ্ৰ কহিল, আপনার অভদ্র ব্যবহারে আমি আপত্তি করি অক্ষয় বাবু। আশুবাবু বলিলেন, কমল, তোমার যুক্তিতে সত্য যে নেই তা আমি