পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S"ని শেষ প্রশ্ন অবিনাশ বলিলেন, বাঘ-ভালুক এদেশে মেলেনা, নইলে তোমার হুকুমে তাদেরও নেমত্যন্ন করে আসতে পারি। কিন্তু একে নয়। অক্ষয় খবর পেলে আর রক্ষে থাকৃবেনা। স্থামাকে দেশছাড়া কোরে ছাড়বে | নীলিমা কহিল, অক্ষয়বাবুকে আমি ভয় করিনে। অবিনাশ বলিলেন, তুমি না করলেও ক্ষতি নেই, আমি একা করলেই তার কাজ চলে যাবে । নীলিমা জিদৃ করিয়া বলিল, না সে হবেনা। তুমি না যাও আমি নিজে গিয়ে তাকে আহবান কোরে আসবো । কিন্তু আমি তো তাদের বাসাটা চিনিনে । নীলিমা কহিল, ঠাকুরপো চেনেন । আমি র্তাকে সঙ্গে নিয়ে যাবো । তিনি তোমাদের মত ভীতু লোক নন। একুটু ভাবিয়া বলিল, তোমাদের মুখে যা শুনি তাতে শিবনাথ বাবুরই দোষ,—তাকে তো আর্মি নেমতান্ন করতে চাইনে। আমি চাই কমলকে দেখতে, তার সঙ্গে আলাপ করতে ! কমল যদি আসতে রাজী হয়, ম্যাজিষ্ট্রেট সাহেবের স্ত্রী,—তিনিও বলেচেন আসবেন । বুঝলে ? অবিনাশ বুঝিলেন সমস্তই কিন্তু স্পষ্ট করিয়া সম্মতি দিতে পরিলেন-না, অথচ, বাধা দিতেও ভরসা পাইলেননা। " নীলিমাকে তিনি শুধু স্নেহ ও শ্রদ্ধা করিতেন, তাই নয়, মনে মনে ভয় করিতেন । পরদিন সকালে হরেন্দ্রকে ডাকাইয়া আনিয়া নীলিমা কহিল, ঠাকুরপো, তোমাকে আর একটি কাজ কোরে দিতে হবে। তুমি আইবুড়ো মানুষ, ঘরে বোনেই যে সদাচারের নাম করে তোমার কান సె