পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Sలి: একলা তো যেতে পারবেননা, কাল কখন এসে আপনাকে নিয়ে যাবো ? শুনে তেমনি হাসতে লাগলেন। বললেন, একলাই যেতে পারবো, অবিনাশবাবুর বাসা আমি চিনি । নীলিমা আৰ্দ্ৰ হইয়া কহিল, মেয়েটি এদিকে কিন্তু খুব ভালো । ভারি নিরহার। g" পাশের ঘরে অবিনাশ কাপড় ছাড়িতে ছাড়িতে সমস্ত কান পাতিয়া শুনিতেছিলেন, অন্তরাল হইতেই প্রশ্ন করিলেন, আর সেই মুটের মাথার মোটা বাক্সটা ? তার ইতিহাস তো প্রকাশ করলেন ভায়া ? হরেন্দ্র বলিল, জিজ্ঞাসা করিনি । করলে ভালো করতে । বোধহয় বিক্রী কিম্বা বন্ধক দিতে যাচ্ছিলেন । হরেন্দ্ৰ কহিল, হতেও পারে। আপনার কাছে বন্ধক দিতে এলে ইতিহাসটা জেনে নেবেন। এই বলিয়া সে চলিয়া যাইতেছিল, হঠাৎ দ্বারের কাছে দাড়াইয়া ডাকিয়া কহিল, বৌদি, আপনাদের নারী-কল্যাণ সমিতিতে অক্ষয়ের প্রবন্ধ গুনেছেন তো ? আমরা লোকটাকে ব্রুট বলি। কিন্তু, ও-বেচারার আর একটুখানি ভণ্ডামি বুদ্ধি থাকৃলে সমাজে অনায়াসেই সাধু-সজ্জন বলে চলে যেতে পারতো কি বলেন সেজদা ? ঠিক না ? অবিনাশ ঘরের মধ্যে হইতে গর্জন করিয়া উঠিলেন, ই হে নিত্যানন্দ-স্ত্রীগৌরাঙ্গ-মহাপ্রভু ! এ বিষয়ে আর সন্দেহ নেই। বন্ধুবরকে কৌশলটা শিখিয়ে দাওগে যাও চেষ্টা কোরব। কিন্তু চোল্লাম বোদি, কাল আবার যথা-সময়ে হাজির হব । এই বলিয়া সে প্রস্থান করিল। 0. নীলিম উদ্যোগ আয়োজনের ক্রটি রাখে নাই।” মনোরম গোড়া হইতেই কমলের অত্যন্ত বিরুদ্ধে, সে কোনমতেই আসিবেন জানিয়া