পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন >S)8 নীরবে থাকিয়া কহিল, আমার খাওয়াই হয়েছে, কিন্তু এ সব আমি খাইনে! সকলে ব্যস্ত হইয়া উঠিলে সে কহিল, আপনারা যাকে হবিন্যান্ন বলেন আমি তাই শুধু খাই। . শুনিয়া নীলিমা অবাকৃ হইল, কহিল, সে কি কথা ! আপনি হবিস্থ্যি খেতে যাবেন কিসের দুঃখে ? কমল কহিল, সে ঠিক। দুঃখ নেই তা নয়, কিন্তু এ সব খাইনে বলেই অভাবটাও আমার কমু , আপনি কিছু মনে করবেননা । কিন্তু মনে না করিলে চলেনা । নীলিমা ক্ষুণ্ণ হইয়া কহিল, না খেলে এতো জিনিস যে আমার নষ্ট হবে ? কমল হাসিল, কহিল, যা’ হবার তা হয়েছে,—সে আর ফিরবেন । তার ওপর খেয়ে আবার নিজে নষ্ট হই কেন ? নীলিমা কাতর হইয়া শেষ চেষ্টা করিয়া বলিল, শুধু আজকের মত, কেবল একটা দিনের জন্তেও কি নিয়ম ভঙ্গ করতে পারেননা ? o কমল মাথা নাড়িয়া বলিল, না । তাহার হাসিমুখের একটি মাত্র শব্দ। শুনিলে হঠাৎ কিছুই মনে হয়না । কিন্তু ইহার দৃঢ়তা যে কত বড় তাহা পৌছিল হরেন্দ্রের কানে। শুধু সেই বুঝিল ইহার ব্যতিক্রম নাই। তাই গৃহকত্রীর দিক হইতে অনুরোধের পুনরুক্তির সূত্রপাতেই সে বাধা দিয়া কহিল, থাকৃ বৌদি, আর না । খাবার আপনার নষ্ট হবেনা, আমার বাসার ছেলেদের এনে চেচে-পুচে খেয়ে যাবে, কিন্তু ওঁকে আর নয়। বরঞ্চ, যা খাবেন তার যোগাড় কোরে দিন । নীলিমা রাগ করিয়া বলিল, তা দিচ্ছি। কিন্তু আমাকে আর সাস্বনা দিতে হবেনা ঠাকুরপো, তুমি থামো । এ ঘাস নয় যে তোমার