পাতা:শেষ প্রশ্ন.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8(? শেষ প্রশ্ন অচেনা লোক বলিয়া একটা দিনের জন্যও আড়ালে থাকিয়া দাসীচাকরের হাত দিয়া আত্মীয়তা করিবার চেষ্টা করিলনা, একেবারে প্রথম দিনটিতেই সম্মুখে বাহির হইল ॥e কহিল, তোমার কখন কি চাই, ঠাকুরপো, আমাকে জানাতে লজ্জা কোরোনা। আমি বাড়ীর গিন্নী নই, অথচ, গিল্পী-পনার ভার পড়েছে আমার ওপর। তোমার দাদা বল্‌ছিলেন, ভায়ার অযত্ন হলে মাইনে কাটা যাবে। গরীব মানুষের লোকসান কোরে , দিয়োনা ভাই । দরকারগুলো যেন জানতে পারি। হরেন কি যে জবাব দিবে খুজিয়া পাইলনা। লজ্জায় সে এমূনি জড়-সড় হইয়া উঠিল যে, এই মিষ্ট কথাগুলি যিনি অবলীলাক্রমে বলিয়া গেলেন র্তাহার মুখের দিকেও চাহিতে পারিলনা। কিন্তু লজ্জা কাটিতেও তাহার দিন দু’য়ের বেশি লাগিলন । ঠিক যেনpনা কাটিয়া উপায় নাই,—এমৃনি। এই রমণীর যেমন স্বচ্ছন্দ অনাড়ম্বর ঐতি, তেম্নি সহজ সেবা । তিনি যে বিধবা, সংসারে তাহার যে সত্যকার আশ্রয় কোথাও নাই, তিনিও যে এ বাড়ীতে পর, এই কথাটাও একদিকে যেমন র্তাহার মুখের চেহারায়, তাহার সাজ-সজ্জায়, তাহার রহস্ত-মধুর আলাপ-আলোচনায় ধরিবার যো নাই, তেমনি, এইগুলাই যে তাহার সবটুকু নহে এ কথাটাও না বুঝিয়া উপায়ান্তর নাই। বয়স নিতান্ত কম নহে, বোধ করি বা ত্রিশের কাছাকাছি গিয়া পৌঁছিয়াছে। এই বয়সেরু সমুচিত গাম্ভীৰ্য্য হঠাৎ খুজিয়া পাওয়া দায়—এমনি হাঁঙ্কা তাহার হাসি-খুসির মেলা, অথচ, একটুখানি মনোনিকেশ করিলেই স্পষ্ট বুঝা যায় এমন একটা অদৃশু আবেষ্টন তাহাকে অহৰ্নিশি ঘিরিয়া আছে যাহার ভিতরে প্রবেশের পুথ নাই ৪ বাটার দাসী চাকরেরও না, বাটীর মনিবেরও না। To e