পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పి( ) শেষ প্রশ্ন সতীশ কহিল, আমি শুধু ওর বন্ধু বলেই জেলে যেতে যেতে রয়ে গিয়েছিলাম। পুলিশের সুদৃষ্টি ওকে আজও ছাড়েনি । হরেন কহিল, অসম্ভব নয়। প্রত্যুত্তরে সতীশ একটুখানি বিষাদের হাসি হাসিয়া কহিল, আমি ভাবি, ওর থেকে আমাদের আশ্রমের উপরে না তাদের মায়। জন্মায়। শুনিয়া হরেন চিন্তিতমুখে চুপ করিয়া রহিল । সতীশ নিজেও খানিকক্ষণ নীরবে থাকিয়া সহসা জিজ্ঞাসা করিল, আপনি বোধ হয় জানেন যে রাজেন ভগবান পৰ্যন্ত বিশ্বাস করেন ? হরেন আশ্চৰ্য্য হইয়া বলিল, কই না। ஆத সতীশ কহিল, আমি জানি সে করেন । আশ্রমের কাজ-কৰ্ম্ম, বিধি-নিষেধের প্রতিও তার তিলাৰ্দ্ধ শ্রদ্ধা নেই। আপনি বরঞ্চ কোথাও তার একটা চাকৃরি-বাকৃরি করে দিন । হরেন কহিল, চাকৃরি তো গাছের ফল নয়, সতীশ, যে ইচ্ছে করলেই পেড়ে হাঁতে দেবো। তার জন্তে যথেষ্ট চেষ্টা করতে হয়। সতীশ বলিল, তাহলে তাই করুন। আপনি যখন আশ্রমের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, এবং আমি এর সেক্রেটারি, তখন সকল বিযয় আপনার গোচর করাই আমার কৰ্ত্তব্য। আপনি ওকে অত্যন্ত স্নেহ করেন এবং আমারও সে বন্ধু। তাই তার বিরুদ্ধে কোন কথা বলুড়ে এতদিন আমার প্রবৃত্তি হয়নি, কিন্তু এখন আপনাকে সতর্ক করে দেওয়াও আমি কৰ্ত্তব্য মনে করি । - হরেন মনে-মনে ভীত হইয়া,কহিল, কিন্তু আমি জানি তার নিৰ্ম্মল চরিত্র—e O সতীশ ঘাড় নাড়িয়া বলিল, হঁ। এদিক দিয়ে অতি-বড় শক্রও তার দোষ দিতে পারেনা। রাজেন আজীবন কুমার, কিন্তু সে